Monday, 9 January 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ০৯/ ০১/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৯/ ০১/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে বেদ ভগবানের কাছে সৎ পথের জ্ঞান চাও।]
বেদ ভগবানের মূর্তিকে ভেঙ্গে ফেলার ক্ষমতা কারোও নেই। সেই মূর্তি সবার অন্তরে জাগ্রত হয়ে রয়েছে বলেই সবায় প্রাণবন্ত হয়ে রয়েছে। মানুষ বেদ ভগবানের মূর্তি গড়তে গিয়ে কামনা- বাসনার কবলে পড়ে বিভিন্ন দেব দেবতার মূর্তি গড়ে পূজা করেন এবং তাঁদের কাছে পার্থিব জগতের উন্নতির জন্য নিজের অন্তরের প্রার্থনার কথা নিবেদন করেন। বেদ ভগবান ব্রহ্মা চতুর্মুখে চতুর্বেদ পাঠ করে চলেছেন সর্বভূতের অন্তরে অবস্থান করে। তাঁর বেদ পাঠ শোনার সৌভাগ্য জীবের হয়ে উঠে না কামনা – বাসনা জালে জড়িত থাকার জন্য। মানুষের মন যখন কামনা- বাসনার জাল থেকে মুক্ত হয়ে সত্যমুখী হয়ে উঠে তখনি ব্রহ্মার মুখে বেদ পাঠ শুনে জীব স্থির হয়ে যায়। ব্রহ্মার মুখে বেদের বাণী শোনার পর, মানুষ কেবল তাঁর নিকট থেকে সৎপথের জ্ঞান লাভ করতে থাকেন। এই সত্য জ্ঞান লাভ করার পর আর কোন মূর্তি তাঁর অন্তরে অবস্থান করে না, সব মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে এক বিশাল মূর্তিতে পরিণত হয়। বেদ ভগবানের এই মূর্তিকে কে ভাঙবে ? সনাতন ধর্মে যে ৫১ শক্তিপীঠ ও ১০০৮ টি আনন্দ পীঠ এই পৃথিবীর বুকে রয়েছে তা ব্রহ্মার সৃষ্টি, কেবল মানুষকে সৎ পথের জ্ঞান দান করার জন্য। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment