Monday, 30 January 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ৩০/ ০১/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—৩০/ ০১/ ২০১৭ স্থানঃ-ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করবে অহংবোধ ত্যাগ করে সকলের মঙ্গলের জন্য ঋষির আসনে বসে।]
বেদ যজ্ঞ করে সদায় কল্যাণকর বাক্য শুনবে এবং কল্যাণকর বাক্য সকলকে শোনাবে। ঋষির চোখ –সদায় কল্যাণকর বস্তু দেখে এবং সকলকে সেই কল্যাণকর বস্তু দেখবার প্রেরনা দান করে। সকলে যাতে সুস্থ দৃঢ় মন ও শরীর লাভ করে বেদ ভগবানের উপাসনা করতে পারে সেই প্রার্থনায় ঋষির প্রার্থনা। ঋষিদের প্রার্থনায় নিজের কোন কামনা- বাসনা – চাহিদা থাকে না। ঋষির আসন অপৌরুষেয় কর্ম- কর্তার আসন। তাঁদের শ্বাস – প্রশ্বাস বেদশাস্ত্রের সাথে এমনভাবে যুক্ত –থাকে যে –বেদ –ভগবান ও ঋষির মধ্যে কোন ভেদ থাকে না। ঈশ্বরের সকল কথা, সকল কার্য, সকলই যেমন মঙ্গলকর সকলের জন্য তেমনি ঋষির বাক্য, ঋষির কার্য সকলই কল্যাণময় সকলের তরে। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment