বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৩/ ০১/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃবঃ
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদ যজ্ঞ করে অনন্তজীবনের চির সারথীকে সদগুরু রূপে
গ্রহণ করে এগিয়ে চলো।]
বেদ যজ্ঞ না করলে কেউ অন্তর্দেবতার সাথে কথা
বলার সৌভাগ্য লাভ করতে পারে না। যিনি তোমার অনন্তজীবনের চির সারথী, যিনি তোমার
মাতা,পিতা, বন্ধু, সখা, সুহৃদ হয়ে সদায় চিরসাথী হয়ে রয়েছেন, তিনিই তোমার
অন্তর্দেবতা ও সদগুরু। এই অন্তর্দেবতাকে বেদ যজ্ঞের মাধ্যমে বেদ ভগবান বোধে
শ্রদ্ধাবনত চিত্তে পূজা করা, সেবা করা, উপাসনা করা প্রতিটি মানুষের ধর্ম বা
কর্তব্য কর্ম। যিনি বুঝতে পেরেছেন কেবল জ্ঞানই শ্রীগুরুর স্বরূপ; তিনিই ধন্য।
তিনিই একমাত্র উপলব্ধি করতে পারেন, এই জ্ঞানময় গুরুই সবার অন্তরের রাজা ও হৃদয়ের
প্রিয়তম দেবতা। ইনিই সর্বব্যাপী জগদীশ্বর এবং সবার অনন্তজীবনের চির সারথী ও
সদগুরু। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment