বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৮/ ০১/ ২০১৭ স্থানঃ-
ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে নিজের জীবন বেদ পাঠ করো ও জীবন বেদ রচনা
করে সকলকে প্রেরণা দাও।]
বিদ্ব্যান- পণ্ডিত- জ্ঞানী হবার জন্য আমরা
সাহিত্য, দর্শন, কলা, ইতিহাস, ভুগোল, জ্যামিতি, গনিত, বিজ্ঞান, নানা ধর্মের
শাস্ত্রগ্রন্থ ইত্যাদি পাঠ করছি। কিন্তু যে পুস্তক পাঠ করলে আমরা প্রকৃত
বিদ্ব্যান- পণ্ডিত –জ্ঞানী হতে পারি সেই শিক্ষার দিকে একবার চেয়েও দেখছি না। বেদ
পাঠ করলেই বেদজ্ঞ পণ্ডিত কেউ হতে পারে না। মনুষ্য মাত্রই চতুর্বেদের গ্রন্থ বিশেষ।
তাই মানুষ নিজেকে পাঠ করলেই চতুর্বেদী হয়ে উঠে এবং বেদের সহজ- সরল জ্ঞান লাভ করতে
সক্ষম হয়। গুরুর সাহায্য ও প্রেরণা পেয়ে যদি কেউ নিজের জীবনগ্রন্থ ভাল করে পাঠ
করতে ও রচনা করতে পারে তাহলেই সে নিজের ও অপর লোকের বিশেষ বিশেষ উপকার করতে সক্ষম
হবে। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment