Wednesday, 11 January 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ--১১/ ০১/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১১/ ০১/ ২০১৭ স্থানঃ—ঘোরশালা* মুর্শিদাবাদ* পঃবঃ
আজকের আলোচ্য বিসয়ঃ—[ বেদ যজ্ঞ করবে দেহের মধ্যে যে আত্মা আছেন তাঁকেই লক্ষ্য করে।]
দেহধারী মানব জাতির জন্য বেদ যজ্ঞের ন্যায় পবিত্র কর্ম ও চিন্তা আর দ্বিতীয় কিছু নেই। দেহের অল্পেই আনন্দ এবং অল্পেই দুঃখ হয়ে থাকে, অতএব দেহের ন্যায় নীচ, শোচনীয় এবং গুণহীন আর কিছুই নেই। দেহের সম্বন্ধ আমাতে নেই, আমার সম্বন্ধও দেহেতে নেই, তাই এই দেহ ও আমি এক নয়। যিনি সৎপথ অবলম্বন করে নিজ আত্মার উপর ভর করে ঈশ্বরসেবায় রত থেকে জীবনযাত্রা নির্বাহ করেন তিনি শেষে ঈশ্বরেই লয়প্রাপ্ত হন, আর যিনি বিষয়- বাসনায় ও ভোগবিলাসে মজে যান তাঁর এ জন্মটা বিফলে যায়। এই অসার সংসারেও যাদের অসার সুখ ভাবনা, কাল তাঁদেরকে ছেদন করতে থাকে। জগতে উৎপন্ন এমন কোনো বস্তু নেই যা কালের করাল গ্রাসে পতিত না হয়। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment