Saturday, 14 January 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১৪/ ০১/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৪/ ০১/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে যাও তাহলেই নিজেকে রূপহীন, নামহীন, গোত্রহীন কেবল চৈতন্য স্বরূপ আত্মারূপে দেখতে পাবে।]
বেদ যজ্ঞ কোন মূর্তি বা রূপের গণ্ডীর সীমার মধ্যে আবদ্ধ নয়। যেখানে মূর্তি, যেখানে গণ্ডী সীমা জড়ত্ব সেখানেই পরিবর্তন ভঙ্গন বা মৃত্যু অবশ্যম্ভাবী। ঈশ্বর বা বেদ ভগবানের বিধানের কোন পরিবর্তন নেই। তাই যা মূর্তিহীন অসীম, নিত্য জ্ঞানময়, তার পরিবর্তন বা মৃত্যু অসম্ভব। মনে রেখো—“ যদমুর্তং তৎ সত্যং তদব্রহ্ম”। যা অমুর্ত যার কোন রূপ নেই তাই সত্য তাই ব্রহ্ম। এই সত্যস্বরূপ ব্রহ্ম সদা সর্বত্র পূর্ণভাবে প্রকটিত রয়েছেন। আমরা যা নামরূপে মুর্তরূপে দেখতে পাচ্ছি তা সবই অরূপ অমুর্তরূপেই ছিল। এগুলোর প্রকাশ- পরিবর্তন – বিনাশ অরূপের আনন্দস্বরূপ খেলা মাত্র। অজ্ঞানতার আবরণ বশতঃ আমরা এই জগতকে মূর্তরূপে দেখি এবং সেইসব রূপের প্রতি আসক্ত হয়ে তার ভক্ত হয়ে যায়। এই জগতের স্থুল- সুক্ষ্ম ও কারণ রূপ আমাদের সত্যজ্ঞানকে মোহিত করে রাখে। তাই আমরা যখন এই জাগতিক দেহের রূপ, নাম, গোত্র থেকে মুক্ত হয়ে কেবল নিজের আত্মাকে দেখতে পাবো তখনি নিজেকে বিশালত্বের মাঝে মুর্তহীন সত্তারূপে বিরাজিত দেখবো, যা সদায় অরূপ—অমুর্ত—সত্য ভগবান। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment