বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৮/ ০১/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে তোমার মনের ইচ্ছা অগ্নিতে আহুতি দিতে
থাকো, তাহলেই বেদ যজ্ঞ কুণ্ড থেকে দৈবশক্তি উত্থিত হবে।]
আমাদের নিকটের দেবতা অগ্নি। আমরা ভুমিতে বাস
করি। এই ভুমিতেই আমাদেরকে সর্বপ্রকার যজ্ঞ করতে হয় অগ্নির সাহায্যে। অগ্নির প্রকাশ
মাত্রই আলো হয়। তাই অগ্নি আমাদের সাক্ষাৎ দেবতা। চন্দ্র- সূর্য যখন আকাশে থাকে না,
তখন অগ্নিই আমাদের পথপ্রদর্শক হয়ে কাজ করেন। অগ্নি শুধু আলো দেন না, তিনি তাপও দেন। সেই তাপে আমরা খাদ্য
সিদ্ধ করে খাই। পশুরা আলো জ্বালায় না, অন্ধকারেই
থাকে। রান্না করে খায় –না, তারা কাঁচাই খায়। পশু থেকে মানুষকে পৃথক করে বেদের
জ্ঞান দান করে –চলেছেন অগ্নি –দেবতা। বর্তমান সভ্যতার ধারক বাহক হচ্ছেন অগ্নি
দেবতা। তিনি মানুষের সাথে না থাকলে মানুষ অন্ধকারে দিশাহারা পাগল- পারা হয়ে যাবে।
মানুষ মাতৃগর্ভে গাঢ় অন্ধকারে থাকে। জন্মগ্রহণ করে আলো আর তাপ পাবার আশায় কাঁদতে
থাকে। মায়ের পেটে বেঁচে থাকে ও বড় হয় তাপ পেয়েই। দেহে অগ্নি দেবতা সক্রিয় না থাকলে
দেহ প্রাণহীন হয়ে যায়। তাহলে কে অগ্নি দেবতার পূজা করে না? মানুষ যখন মরে যায় তখন
দেহটি সৎকার করতে অগ্নি দেবতার প্রয়োজন হয়। জনমে- মরণে অগ্নিদেবতা আমাদের
অপরিহার্য। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment