বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৩/ ০১/ ২০১৭ স্থানঃ –
ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ ভক্তি সহকারে বেদ যজ্ঞ করলেই নিয়ম, আসন, প্রাণায়াম,
তপস্যা প্রভৃতির ফল লাভ, মানুষ করতে সক্ষম
হয়।]
বেদ যজ্ঞের দ্বারা মানুষ নিজেকে পবিত্র
সত্তারূপে গড়ে তুলে দীর্ঘ জীবন লাভ করতে পারে। বেদ যজ্ঞের দ্বারা অষ্টসিদ্ধি লাভ
অনায়াসেই হয়ে যায় কিন্তু বেদযজ্ঞকারীগণ সেদিকে ভ্রূক্ষেপ করেন না। অষ্ট সিদ্ধি
অর্থাৎ অণিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য,ঈশিত্ব, বশিত্ব এবং কামাবশায়িতা
মানব দেহেই বিরাজ করে বিভিন্ন শক্তি রূপে। অণিমা অর্থাৎ অণু তুল্য ক্ষুদ্র দেহ
ধারণ করার ক্ষমতা। লঘিমা অর্থাৎ লঘুত্ব হেতু ঊর্ধ্ব গমন ক্ষমতা লাভ। মহিমা অর্থাৎ বৃহৎ এবং মাহাত্ম্যযুক্ত
হওয়ার ক্ষমতা লাভ। প্রাপ্তি অর্থাৎ বিশ্বের তাবৎ জিনিষ করতলস্থ করার ক্ষমতা লাভ।
প্রাকাম্য অর্থাৎ যথেচ্ছাকারিত্ব লাভ করে, নিজের ইচ্ছামত যে কোন কাজ করার ক্ষমতা
লাভ। ঈশিত্ব অর্থাৎ প্রভুত্ব লাভ করে
নিজেকে ঈশ্বরের ন্যায় ক্ষমতাবান রূপে দেখতে পাওয়া। বশিত্ব অর্থাৎ সকলকে বশে রাখার
ক্ষমতা লাভ। কামাবশায়িতা অর্থাৎ সকল প্রকার কামের পরিপূরক করে শেষে নিষ্কাম হয়ে
সবার কামনা পূরণ করার ক্ষমতা লাভ। বেদযজ্ঞকারীর আত্মা সদায় পরমাত্মার সাথে যুক্ত
থেকে যোগে তন্ময় হয়ে থাকে তাই তাঁদের কাছে অষ্ট সিদ্ধি তুচ্ছ। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment