বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৬/ ০১/ ২০১৭
স্থানঃ-ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করবে-- তোমার বেদ ভগবান তোমার অতি নিকটে
রয়েছেন, এই সত্যকে অন্তরে দৃঢ় করে নিয়ে।]
বেদ যজ্ঞ করাকালীন কেউ যদি বেদ ভগবান
সম্পর্কে তোমাদের নিকটে জানতে চায়, তবে অবশ্যই তাদেরকে বলবে--- তিনি তোমাদের অতি
নিকটে রয়েছেন। তিনি তোমাদের সব কথায় শুনছেন এবং তোমাদের সমস্ত প্রকার কার্য-কলাপ
দেখে চলেছেন। তাঁকে যারা ডাকছেন তাঁদের সব কথায় তিনি শুনছেন এবং তাঁদের কথার উত্তর
দিয়ে চলেছেন। বিশ্বব্যাপী যে কর্মযজ্ঞ চলছে সবই তাঁর নির্দেশে। এখানে কেউ ভাল বা
মন্দ নয় তাঁর কাছে। যিনি যেমন ভাবে তাঁকে চাইছেন, তিনিও তাঁকে সেইভাবে চাইছেন। যিনি
যেমন কাজ তাঁর নিকট আশা করে আবেদন করছেন, তিনি নিজেকে সেই কাজের উপযুক্ত রূপে গড়ে
তোলার শক্তি লাভ করছেন। তাঁকে ডাকতে ডাকতেই মানুষ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রকৃত
সত্য পথের সন্ধান পেয়ে যাচ্ছেন এবং তাঁকে অতি আপন করে নিজের নিকটে পেয়ে যাচ্ছেন।
বেদ যজ্ঞ করে মানুষকে এই সত্য জানাতে থাকো, যখন যার সময় হবে, তখনি সে নিজের
আত্মাকে সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় রূপে দেখতে পাবে। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment