বেদ যজ্ঞ
সম্মেলনঃ-- ২৪/ ০১/ ২০১৭ স্থানঃ- ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের
আলোচ্য বিষয়ঃ-- [ বেদ যজ্ঞ করে সবার প্রাণের দিকে নজর দাও- কারণ তোমার জীবন সবার
জীবনের সাথে যুক্ত।]
---------------------------------------------------------------------------------
ঈশ্বর এই পৃথিবীর বুকে কেবল তোমাকে বা মানব জাতিকে বানান নি। তিনি তাঁর মহৎ
উদ্দ্যেশ্য সম্পাদনের জন্য এই পৃথিবীর বুকে সকলকে সাথে নিয়ে এক সুন্দর পরিবেশ
বানিয়েছেন এবং সকলকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার উপযুক্ত ব্যবস্থা করেছেন। অনেক পশুপাখী
আমাদের গৃহে পালিত হয় এবং তারা আমাদেরকে
অনেকভাবে বাঁচতে সাহায্য করে এবং আমাদের জীবনকে তারা মধুময় করে তোলে। আমরা যেমন
মাটি থেকে আমাদের দৈনন্দিন খাদ্য পায় তেমনি সেই সব পশুপাখির নিকট থেকেও জীবন
ধারনের খাদ্য সহ নানাপ্রকার সামগ্রী পেয়ে থাকি। আমরা ঈশ্বরের যত সৃষ্টি
দেখছি সবার মধ্যেই জগতের সবার কল্যাণ নিহত রয়েছে। তাই আমরা যখন সবার মধ্যেই নিজেকে
দেখতে পাবো তখনি সবার কল্যাণের জন্য আমাদের প্রাণ ব্যাকুল হয়ে উঠবে। তখন সবার মধ্য
থেকেই আমাদের জন্য অমৃত ক্ষরিত হতে থাকবে। আমরা কে কাফের আর কে মুমিন তা বিচার
করতে গেলে রসাতলে তলিয়ে যেতে থাকবো। ঈশ্বর কল্যাণময় তিনি সবার কল্যাণ করে চলেছেন।
সর্বভূতের যিনি ঈশ্বর তিনি নিশ্চয় কারো অকল্যাণ চাইবেন না। আমরা নিজেরাই নিজেদের
অকল্যাণ ডেকে আনি আমাদের অভিভাবক ঈশ্বরকে অবজ্ঞা করে। তিনি তাঁর সকল সৃষ্টিকে
অমৃতময় করেই বানাচ্ছেন কিন্তু মানুষের চোখ তা দেখতে পাচ্ছে না নিজেকে অন্ধ করে
রাখার জন্য। চোখ থাকতেও মানুষ যদি অন্ধত্বের ভান করে তবে তো তাকে চিরকাল অমৃত ছেড়ে
দিয়ে বিষ পান করতেই হবে। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment