Tuesday, 10 January 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ--- ১০/ ০১/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১০/ ০১/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ[ বেদ যজ্ঞ করাকালীন যত নিজের দোষ দেখতে শিখবে ততই অপরকে মহৎ রূপে দেখতে পাবে।]
 বেদ যজ্ঞ তুমি নিজের জন্য করছো না। যে আত্মা সবার অন্তরে রয়েছে সেই আত্মা তোমার অন্তরেও রয়েছে, তাঁকে সন্তুষ্ট করার জন্যই বেদ যজ্ঞের কাজ তুমি চালিয়ে যাচ্ছ। তাই দশ জনে মিলে এই কাজ করছো, অতএব এখানে হার- জিতের কোন প্রশ্ন উঠে না। দশ জনের এই কাজে কেবল নিজের দোষ দেখবে এবং নিজের সেই দোষগুলি সংশোধন করতে থাকবে। বিশ্বব্যাপী বিশাল সংগঠনের তুমি একজন তুচ্ছ সদস্য। এখানে তুমি কোন শক্তির অহংকার দেখাবে? কার সাথে তুমি যুদ্ধ করবে?  কেবল নিজের পদের মর্যাদা রক্ষা করে যাও ও নিজের ভুলগুলি সংশোধন করে যাও। তাহলেই দেখবে কেউ তোমার চোখে খারাপ বলে মনে হবে না এবং কাউকে শত্রু ভাবতেও পারবে না। নিজেকে দোষযুক্ত দেখতে না পেলে মানুষ দোষমুক্ত হতে পারে না। আত্মস্বরূপ প্রত্যক্ষ করেই মানুষকে অবিদ্যা থেকে মুক্ত হতে হয়। বেদ যজ্ঞ করতে করতে মানুষ যখন নিজেকে অপরের মধ্যে দেখতে পায় তখনি মানুষ আর নিজের মধ্যে আবদ্ধ থাকে না, সে তখন সবার হয়ে যায়। যখন মানুষ সবার হয়ে যায় তখন তার দল- মত- ধর্ম থাকে না তখন সে কেবল রাজার ধর্ম পালন করে। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment