বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৭/ ০১/ ২০১৭ স্থানঃ—ঘোরশালা*
মুর্শিদাবাদ*পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞকারীদের বেদ ভগবান সঠিক সত্য পথ দেখান এবং
তাদেরকে মহাকল্যাণ ও সৌভাগ্যের ঘরে নিয়ে যান।]
বেদ যজ্ঞকারীদের অন্তর বেদ ভগবানের অন্তরের
সাথে যুক্ত থাকে, তাই তারা সবকিছুই অন্তর দিয়ে দেখতে পায়। এরা নিজের বাঁচার
চিন্তায় কোনকিছুই করে না, তাই এদের চোখ বাইরের জগতের কিছুই দেখতে পায় না। যারা
বেদযজ্ঞের রহস্য জানে না, তারাই প্রচার করে দুনিয়ার দ্রব্য- সামগ্রী কয়েকদিনের
বিষয়, অথচ দেখা যায় তারাই সেই সব সামগ্রী অপরের নিকট থেকে লুট করে নিচ্ছে, বিভিন্ন
কলা- কৌশলে। আর যারা প্রকৃত বেদ যজ্ঞকারী তাদের জীবন বেদ ভগবানের সাথে যুক্ত
থাকায়, তাদেরকে জন- সংযোগ করতে হয় না । বেদ ভগবান তাদেরকে সঠিক সত্য পথ দেখিয়ে
নিয়ে চলেন এবং যথাসময়ে তাদেরকে মহাকল্যাণ ও সৌভাগ্যের ঘরে তুলে নেন। জয় বেদ যজ্ঞের
জয়।
No comments:
Post a Comment