বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৪/ ০১/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে সদায় সন্তুষ্ট থাকো, তাহলেই আত্মদর্শন
হবে।]
বেদ যজ্ঞ করেই মানুষকে নিজ আত্মার দর্শন করতে হয়।
অসন্তুষ্ট ব্যক্তি কাকেও সন্তুষ্ট করতে পারে না। সর্বদা যিনি সন্তুষ্ট থাকেন, তিনি
সকলকে প্রফুল্ল করতে পারেন। তাই মানুষকে সৎ চিন্তাশীলতা প্রবণ হয়ে আত্মদর্শনের পথে
এগিয়ে যেতে হয়। যে পথে অমরত্ব নেই, সেই
পথে কেউ কাউকে পরিচালিত করলে উভয়েই চিন্তাহীনতার পথে গিয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ
করে। শ্ত্রু শ্ত্রুর যত না অনিষ্ট করতে পারে, কুপথগামী মন তা অপেক্ষা অধিক অনিষ্ট
করে। তাই মানুষের উচিত সদায় বেদ যজ্ঞ করে মনকে আত্মদর্শনের পথে স্থির করে ধরে
রাখা। জয় রাম শ্রীরাম জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম।।
No comments:
Post a Comment