Thursday, 19 January 2017

বেদ যজ্ঞ ঃ-- ১৯/ ০১/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৯/ ০১/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[বেদ যজ্ঞের মাধ্যমে কিভাবে মানুষ আত্মদর্শন করে নির্মল ও উজ্জ্বল হবে?]
বেদ যজ্ঞ করার জন্যই মানব শরীর পাঁচটি কোষ দ্বারা আবৃত। এই শরীর তিন প্রকার, স্থুল শরীর, সুক্ষ্ম শরীর ও কারণ শরীর। এই তিন প্রকার শরীর মধ্যে পাঁচটি কোষ আছে, যথা—অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ।
(১) স্থুল শরীর অন্ন রসে উৎপন্ন হয়, অন্ন রসে বৃদ্ধি পায় ও বিনষ্ট হয়ে অন্নরূপ পৃথিবীতে লয় পায়, এই কারণে তাকে অন্নময় কোষ বলে।
(২) পঞ্চ কর্মেন্দ্রিয়ের সাথে মিলিত প্রাণ, অপান, সমান, উদান এবং ব্যান এই প্রাণাদি পঞ্চ বায়ুকে প্রাণময় কোষ বলে।
(৩) পঞ্চ কর্মেন্দ্রিয়ের সাথে মিলিত মনকে মনোময় কোষ বলা হয়।
(৪) পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সাথে মিলিত বুদ্ধিকে বিজ্ঞানময় কোষ বলা হয়। সেই বিজ্ঞানময় কোষ কর্তৃত্ব, ভোক্তৃত্ব, সুখ, দুঃখ ইত্যাদি অভিমানী ইহলোক পরলোকগামী জীব বলে উক্ত হয়।
(৫) কারণ শরীরে সুষুপ্তি কালে আত্মা প্রচুর আনন্দ ভোগ করেন—এই নিমিত্ত ঐ কারণে শরীরকে আনন্দময় কোষ বলা যায়। সন্তোষই কারণ শরীর।
জীবের কর্মের দ্বারা সঞ্চিত ও পঞ্চীকৃত পঞ্চ মহাভূতের দ্বারা নির্মিত এই স্থুল শরীর সুখ- দুঃখের ভোগস্থান হয়ে আছে। অনির্বচনীয় ও অনাদি যে অবিদ্যা, যা সমস্ত প্রপঞ্চের কারণ, তাকে কারণ শরীর বলা যায়। যিনি কারণ শরীর, সুক্ষ্ম শরীর ও স্থুল শরীর হতে ভিন্ন, তিনিই আত্মা।
যে প্রকার স্ফটিক অতি নির্মল, নীলবর্ণাদি বস্ত্রের যোগে তাকে নীল বর্ণের বোধ হয়, সেই প্রকার আত্মা অতি নির্মল কিন্তু অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময় এই পঞ্চ কোষ প্রভৃতির যোগে তাকে যেন সেই কোষময় প্রভৃতি বলে বোধ হয়। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment