বেদ যজ্ঞ সম্মেলনঃ—৩১/ ০১/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে কেবল অন্তর বাইরে নীরবে বেদ ভগবানের
অনুসন্ধান করতে থাকো, তাতেই চিত্ত আনন্দে ভরপুর হয়ে থাকবে।]
বেদ যজ্ঞ করে জানো “আমি” কোথা থেকে এলাম?
আমার এই সৃষ্টির পূর্বে কি “আমি” বিশ্বের সত্তায় ছিলাম? আমাকে নিয়ে যে বিশ্বকার্য
প্রবর্তিত হচ্ছে তা কোন শক্তির বলে হচ্ছে? এই সব চিন্তা মনের মধ্যে স্থায়ী না হলে
তো কেউ দার্শনিক- কবি- ঋষি হতে পারেন না এবং তাঁরা কেউ বেদ যজ্ঞের রহস্য উপলব্ধিও
করতে পারেন না। এই জগতের ভিতরে ও বাইরে বিস্ময়কর এমন এক আনন্দময় রূপের দোলা খেলা
করছে তা দেখার মতো যাদের চোখ আছে, অনুভুতি করার মতো একটা মনে-প্রাণে শক্তি আছে
তাঁরাই দার্শনিক – কবি- ঋষি হয়ে সকলকে আহ্বান করেন সেই আনন্দময় শান্তির জগতে। তাই
এই বিশ্বটিকে কেউ আশ্চর্যবৎ মনে করেন, কেউ আশ্চর্যবৎ শোনেন, কেউ আশ্চর্যবৎ দেখেন,
কেউ কেউ পরম বিস্ময়ের বস্তু মনে করেন, প্রকৃতপক্ষে এর প্রকৃত স্বরূপ কেউ অবগত নন।
কেবল বেদ –যজ্ঞ করে বৈদিক ঋষিরা এক বিস্ময়বোধ করে নিজ নিজ চিত্তে এক জাগরণের শক্তি
অনুভব করেন এবং পরম নীরবতার মধ্যেই পরমাত্মার অনুসন্ধান পান। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment