বেদযজ্ঞ সম্মেলনঃ—৩১/ ০৫/ ২০১৭ স্থানঃ—জগন্নাথধাম*
পুরী* উড়িষ্যা*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে নিজের প্রতিজ্ঞা রক্ষা করবে বীরবর
অর্জুনের ন্যায় নচেৎ জীবন ত্যাগ করবে।]
মহাভারতের যুদ্ধে অর্জুন ছিলেন এক অগ্রগণ্য
ব্যক্তিত্ব। পাণ্ডব সৈন্যের প্রধান সেনানায়কও ছিলেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণ এঁরই
সারথি হতে স্বীকার করেছিলেন এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা ইত্যাদি অজেয়
যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে মোকাবিলা করতে তিনিই সক্ষম ছিলেন। সকলেই তাঁকে পুরুষসিংহ
বলে মনে করতেন। শ্রীকৃষ্ণের কৃপায় তিনি যে প্রতিজ্ঞা করতেন তাই পালন করতে সক্ষম
হতেন। তাঁর গতি কেউই রোধ করতে সক্ষম হতেন না। শ্রীকৃষ্ণের কৃপায় তিনি তাঁর
বজ্রতুল্য বাণে সূর্যাস্তের আগেই জয়দ্রথকে নিহত করলেন এবং শ্রীকৃষ্ণের
উপদেশানুসারে এমন কৌশলে জয়দ্রথের মস্তক কাটলেন, যে সেটি গিয়ে কুরুক্ষেত্রের বাইরে
জয়দ্রথের পিতার ক্রোড়ে পড়ল। এইভাবে শ্রীকৃষ্ণের সাহায্যে সূর্যাস্তের আগে অর্জুন
জয়দ্রথকে বধ করে তাঁর প্রতিজ্ঞা পূর্ণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছাড়া কে এমন
আছেন যে নিজের প্রতিজ্ঞা রক্ষা করবেন? আর যিনি নিজের প্রতিশ্রুতি পালন করতে পারেন
না তিনি কিভাবে নিজের দেবত্বের বা মনুষ্যত্বের পরিচয় রক্ষা করবেন এই ব্রহ্মাণ্ডে ?
জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।
No comments:
Post a Comment