বেদযজ্ঞ সম্মেলনঃ—২১/ ০৫/ ২০১৭ স্থানঃ—পাটিয়া*ভুবনেশ্বর*
উড়িষ্যা*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ পবিত্র বেদযজ্ঞ করলেই ভগবান শ্রীকৃষ্ণ বীরবর অর্জুনের
ন্যায় সকলের সখা হতে পারেন।]
বীরবর অর্জুন সখা শ্রীকৃষ্ণকে ছাড়া কোন
যজ্ঞকর্ম করতেন না –এবং তাঁকে ছেড়েও মুহূর্তের জন্য থাকতেন না। পাণ্ডবরা যখন
পাশাখেলার শর্ত অনুসারে বনে গমন করেন, শ্রীকৃষ্ণ তখন তাঁদের সঙ্গে দেখা করতে আসেন।
সেই সময় তিনি অর্জুনের সঙ্গে তাঁর সখ্যতার উল্লেখ করে বলেছিলেন—‘ অর্জুন; তুমি
একমাত্র আমার আর আমি শুধু তোমারই। যা আমার, তা তোমারও এবং যা তোমার, তা আমারও’।
অর্জুন শ্রীকৃষ্ণের কত প্রিয় ছিলেন এবং দুজনের মধ্যে কত প্রীতির সম্পর্ক ছিল—তার
প্রমাণ মহাভারতের বহু ঘটনায় পাওয়া যায়। অর্জুন যখন বনবাসকালে তীর্থযাত্রা প্রসঙ্গে
প্রভাসক্ষেত্রে পৌঁছান, তখন সেই সংবাদ পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে প্রভাসে
চলে আসেন এবং অর্জুনকে নিয়ে রৈবতক পর্বতে গিয়ে কিছুকাল সেখানে অবস্থান করেন। রৈবতক
পর্বত থেকে তাঁরা দুজনে দ্বারকায় আসেন। দ্বারকাতে অর্জুন কয়েকদিন শ্রীকৃষ্ণের মহলে
তাঁর প্রিয় অতিথিরূপে একসঙ্গে কাটান, তাঁরা একসঙ্গেই শয়ন করতেন। সেই সময় শ্রীকৃষ্ণ
যখন জানতে পারেন যে অর্জুন তাঁর বোন সুভদ্রাকে বিবাহ করতে ইচ্ছুক, তখন তিনি
অর্জুনকে জিজ্ঞাসা না করেই তাঁকে প্রস্তাব দেন সুভদ্রাকে হরণ করে নিয়ে যেতে। শুধু
তাই নয়, তিনি অর্জুনকে এই কাজের জন্য নিজের অস্ত্র এবং রথ দিয়েও সাহায্য করেন।
বলরাম এসব জানতে
পেরে সুভদ্রা- হরণের বিরোধীতা করলে শ্রীকৃষ্ণ তাঁকে বুঝিয়ে রাজী করান এবং
দ্বারকাতেই সুভদ্রা- অর্জুনের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। শুধু তাই নয়,
খাণ্ডবদহনের সময় ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের কাছে এই বর প্রার্থনা করেন যেন অর্জুনের
সঙ্গে তাঁর বন্ধুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পায়। খাণ্ডবদহনের সময়েই অর্জুন ও শ্রীকৃষ্ণের
ঐক্যের আরও প্রমাণ পাওয়া যায়। খাণ্ডববনের ভয়ংকর অগ্নিকাণ্ডে ময়দানব সেখান থেকে
পালাবার চেষ্টা করছিলেন। অগ্নিদেব পুড়িয়ে মারার জন্য তাঁকে অনুগমন করছিলেন।
অগ্নিদেবকে সাহায্য করার জন্য ভগবান শ্রীকৃষ্ণও তাঁর চক্র নিয়ে ময়দানবকে আঘাত করতে
প্রস্তুত ছিলেন। ময়দানব বাঁচার কোনও উপায় না দেখে অর্জুনের শরণ নেন এবং অর্জুন
তাঁকে অভয় দেন। তখন শ্রীকৃষ্ণ তাঁর চক্র ফিরিয়ে আনলেন এবং অগ্নিদেবও তাঁকে আর
অনুসরণ করলেন না। ময়দানব বেঁচে গেলেন। ময়দানব এই উপকারের বিনিময়ে অর্জুনের জন্য
কিছু করতে চাইলেন। অর্জুন বললেন--- ‘তুমি শ্রীকৃষ্ণের সেবা কর, তাহলেই আমার সেবা
করা হবে’। ময়দানব খুব বড়ো শিল্পী ছিলেন। শ্রীকৃষ্ণ তাঁকে দিয়ে মহারাজ যুধিষ্ঠিরের
জন্য এক অতি সুন্দর সভাভবন নির্মাণ করালেন। এইভাবে অর্জুন ও শ্রীকৃষ্ণ সর্বদা একে
অপরের প্রিয় কাজ করতেন। ।। ২য় পর্ব।। জয় ভগবান শ্রীকৃষ্ণ ও ভক্ত অর্জুনের জয়। জয়
বেদযজ্ঞের জয়।
No comments:
Post a Comment