Monday, 22 May 2017

বেদযজ্ঞ সম্মেলনঃ-- ২২/ ০৫/ ২০১৭

বেদযজ্ঞ সম্মেলনঃ—২২/ ০৫/ ২০১৭ –স্থানঃ-পাটিয়া* ভুবনেশ্বর* উড়িষ্যা*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ বা ধর্মযুদ্ধ করবে অর্জুনের ন্যায় সম্পূর্ণ ভার শ্রীকৃষ্ণের ওপরই অর্পিত করে, তাহলে জীবনযুদ্ধে জয়- পরাজয়ের চিন্তা-ভাবনা থাকবে না।]
 শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন ভালোবাসতেন, অর্জুনও তেমনই শ্রীকৃষ্ণকে তাঁর পরম আত্মীয় ও হিতৈষী মনে করতেন। সেইজন্যই তিনি ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা না নিয়ে একাকী, নিরস্ত্র শ্রীকৃষ্ণকেই তাঁর সহায়ক রূপে বরণ করেছিলেন। যেখানে বেদযজ্ঞ সেখানেই ভগবান। যেখানে ভগবান এবং তাঁর ঐশ্বর্যের মধ্যে কোনো তুলনা হয়, সত্যকার যিনি ভক্ত, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভগবানকেই বরণ করেন। শ্রীকৃষ্ণও অর্জুনের ভালোবাসায় বশীভূত হয়ে তাঁর সারথি হতে স্বীকার করেন। অর্জুনও তাঁর জীবনরূপী রথের রশি তাঁর হাতে সমর্পণ করে নিশ্চিন্ত হন। তখন তো অর্জুনের বিজয় ও রক্ষা করা--- যোগ ও ক্ষেম—উভয়েরই চিন্তা সর্বসমর্থ শ্রীকৃষ্ণের ওপরেই ন্যস্ত হয়। শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞাই হল যে, যে কেউ যদি অনন্যভাবে তাঁর চিন্তা করতে করতে সমস্ত চিন্তা তাঁর ওপর ন্যস্ত করে, তাহলে শ্রীকৃষ্ণ সেই ভক্তের যোগক্ষেমের ভার নিজে বহন করেন। যে কেউই নিজের ভার তাঁর ওপর অর্পণ করে পরীক্ষা করতে পারেন।
  ব্যস এবার তো অর্জুনকে জেতাবার এবং ভীষ্মের ন্যায় দুর্দান্ত পরাক্রমশালী বীরেদের থেকে তাঁকে রক্ষা করার সম্পূর্ণ ভার শ্রীকৃষ্ণের ওপরই অর্পিত হল। যদিও প্রথম থেকেই পাণ্ডবদের জয় সুনিশ্চিত ছিল, কারণ ধর্ম তাঁদের সঙ্গে ছিল। ধর্ম যেদিকে, শ্রীকৃষ্ণও সেইদিকে এবং শ্রীকৃষ্ণ যেদিকে, জয়লাভও সেইদিকে—এতো চিরকালের নিয়ম। তারপর যুদ্ধের প্রারম্ভে ভগবদগীতার উপদেশ এবং বিশ্বরূপদর্শন দ্বারা তাঁর মোহ বিনাশ করা, যুদ্ধে অস্ত্রগ্রহণ না করার সিন্ধান্ত নেওয়া সত্ত্বেও ভীষ্মের প্রচণ্ড বাণবর্ষণ রোধ করতে অসমর্থ অর্জুনের প্রাণরক্ষার –জন্য একবার চক্র নিয়ে এবং আর এক বার চাবুক নিয়ে ভীষ্মের দিকে ধাবিত হওয়া, ভগদত্ত নিক্ষিপ্ত সর্বসংহারক বৈষ্ণব অস্ত্র নিজ বক্ষে ধারণ করা, রথকে পদভারে অবনমিত করে কর্ণের নিক্ষেপ করা সর্পমুখ বাণ থেকে অর্জুনকে রক্ষা করা এবং অস্ত্র দ্বারা ভস্মীভূত অর্জুনের রথকে তাঁর সংকল্প দ্বারা অক্ষুণ্ণ রাখা ইত্যাদি বহুপ্রকার লীলার দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনের যোগক্ষেম নির্বাহ করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে যারা অর্জুনের ন্যায় বেদযজ্ঞ বা ধর্মযুদ্ধ করে চলেন তাঁদের চিন্তা তিনিই করেন। [৩য় –পর্ব] জয় বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment