বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযান(২২১) তারিখঃ—০৭/ ০৩/ ২০১৮ আজকের আলোচ্য
বিষয়ঃ--[বেদ যজ্ঞ করে তোমরা কেবল জননী জন্মভুমির সেবায় নিজের জীবন উৎসর্গ কর।]
মহাজ্ঞানী- মহাধনবান হয়ে তোমাদের অসীম
ক্ষমতার অধিকারী হতে হবে না। তোমাদেরকে অতুল সম্মানের আসনে বসতেও হবে না। বিশাল
প্রতিভার অধিকারী হবারও কোন প্রয়োজন নাই। কি লাভ হবে তোমাদের জীবনে মহামুল্যবান
মনিময় সাজ পোশাকে সজ্জিত হয়ে মানুষের প্রশংসা লাভ করে? যদি তোমরা জ্ঞানের পোশাক
পরিধান করে জননী জন্মভুমির সেবায় নিজের জীবন উৎসর্গ না করতে পারো তবে তো তুমি এমন
একদিন আসবে সেদিন তুমি নিজেকেই নিজে ঘৃণা করবে--- নিজেকেই নিজে ঘৃণিত পাষণ্ড বর্বর
বলে ধিক্কার দিবে। সেদিন দেখবে কেউ তোমার পাশে দাঁড়িয়ে আর তোমার নামে সংকীর্তন
করবে না—তোমাকেই সবায় দোষারূপ করবে—কারণ তুমি ঈশ্বরের দেওয়া সম্পদকে কাজে লাগিয়ে
বেদ যজ্ঞের দ্বারা জননী জন্মভুমির নিজেও সেবা করনি আর কাউকে সেবা করার জন্যেও আহ্বান
কর নি । জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।
No comments:
Post a Comment