বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২১৯) তারিখঃ--- ০৫/ ০৩/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বেদ যজ্ঞের মাধ্যমে অন্তরে শ্রদ্ধা- ভক্তি- প্রেম-
বিশ্বাসকে জাগ্রত করে এগিয়ে চলো জয় তোমদের হবেই।]
১] অন্তরে জাতি ধর্মের অভিমান যতক্ষণ থাকবে।
ততক্ষণ অন্তরে ঈশ্বরের প্রতি বিশ্বাস না জন্মাবে।। বিশ্বাস না জন্মালে অন্তরে
শ্রদ্ধা –ভক্তি না আসবে। শ্রদ্ধা –ভক্তিহীন ব্যক্তির অন্তরে আলো না জ্বলবে ।।
২] যে নদীতে জল নেই তার স্রোত কোথায় পাবে। যে
জীবনে ভক্তি নেই সে কেমনে জ্ঞান লাভের পথে যাবে।। জল হীন নদী আর ফলহীন বৃক্ষ যেমন
দেখা যায়। শ্রদ্ধা –ভক্তি- বিশ্বাসহীন মানুষও আমরা সর্বত্র দেখতে পায়।।
৩]
প্রেম বিনা ভক্তি মানুষের অহংকার জানবে। জীবে প্রেম বিনা ভক্তি মানুষ কোথায়
পাবে।। সর্বভূতে শ্রদ্ধা- ভক্তি- প্রেম যার হৃদয়ে আছে। সেই তো দৃঢ় বিশ্বাস পেয়ে
যায় জ্ঞানের কাছে।।
৪]
ভক্তিভাব নিয়ে যারা জ্ঞানের জগতে যায়। সদগুরুর সেবা করে তারা আত্মজ্ঞান
পায়।। শান্ত-সৌম্য ভাবনা তাদের অন্তরে বিরাজ করে। তারাই একমাত্র ঈশ্বরের জ্যোতি
পায় দেখিবারে।।
৫]
ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তারা কর্ম করে। ভক্তির ভাবধারা তাদের
কর্মকে অমরত্ব দিতে পারে।। কর্ম না করে তারা মুহূর্ত না বসে থাকতে পারে। কিন্তু সে
কর্মফল ভক্তিতে মিশে তাকে স্পর্শ না করে।।
৬] খরস্রোতা নদীতে আবর্জনা ভেসে চলে যায়। যতই
আবর্জনা ফেলুক সে পবিত্রতা না হারায়।। শ্রদ্ধা- ভক্তি- বিশ্বাস যুক্ত মানুষ সেই
নদীর সমান। সংসারের কোন বিষয় তাদের অন্তরে না পায় স্থান।।
৭] বিষয় বৈরাগী না হয়েও তারা বিষয় ভোগ না
করে। তাদের রাজত্বে বিষয় –সম্পত্তি বাসা বাঁধতে না পারে।। নদীর বুকে কত নৌকা জাহাজ
ভেসে চলে যায়। তাতে তো নদীর ক্ষতি হলো বলে কেউ না চেঁচায়।।
৮]
কত ছোট ছোট ভাবধারার নদী আসে তাদের বুকে। তারাও মিলিত হয়ে নাম হারিয়ে ছুটে
তার দিকে।। অবশেষে সেও নাম হারিয়ে সাগরে মিশে যায়। তখন নিজের ভাব-ভাবনা –ভক্তি আর
খুঁজে না পায়।।
৯]
স্রোত বিহীন নদী সাগরে মিশতে না পারে। তাই তো মিশতে হয় তাকে যে নদী বুকে
স্রোত ধরে।। তেমনি মানুষ সদগুরুর সেবা ছাড়া গতি না পায়। গতি না থাকলে সে কেমনে
জ্ঞান সাগরে যায়।।
১০]
শ্রদ্ধা- ভক্তি- বিশ্বাসহীন লোকের সদগুরু কোথায়। তারা তো শুকনো জলহীন ডোবা
হয়ে রয়।। কিভাবে যুক্ত হবে তারা সেই নদীর সাথে। যে নদী সকলকে সাগরের সাথে মিশাতে
ডাকে।। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।
No comments:
Post a Comment