বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযান(২২৬) তারিখঃ—১২/ ০৩/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ--[ বেদ যজ্ঞ করে স্বাধীন
দেশের স্বাধীন রাজা হয়ে নিজের সিংহাসন উজ্জ্বল করো।]
আমাকে
জেনে তোমরা আমার সাথে যুক্ত হয়ে যাও, আমিই তোমাদেরকে রাজবিদ্যার জ্ঞান দান করবো। আমার দিকেই মন মুখ রেখে কেবল আমাকেই দেখতে চাও,
এই পার্থিব জগতের চাকচিক্যতার দিকে চেয়েও দেখো না। আমি সবার মনের রাজা হয়ে থাকি সবার অন্তরে। আমাকে
ছেড়ে অন্যকে রাজা বানাতে অন্ধকারে যেও না। তাহলেই ভিখারী হয়ে যাবে। তখন আলো ও
অন্ধকারের মধ্যে, স্বর্গ ও নরকের মধ্যে পার্থক্য খুঁজে পাবে না।
যারা আমাকে ছেড়ে দিয়ে অন্যকে রাজা বানিয়ে থাকে। তাদের মন দেখবে চোরাবালির
উপর দিয়ে হেঁটে চলে পথে। একটু আঘাত পেলেই তারা দিশেহারা হয়ে পথভ্রষ্ট হবে। অভিশপ্ত
পথে তাদের সদায় চলতে দেখতে পাবে।
বেদের বা জ্ঞানের আলোর পথে তারা কিছুতেই
যাবে না। আঘাৎ পাবার পথেই তারা অন্ধকারে হেঁটে চলবে। বেদযজ্ঞ ও ঈশ্বর বিদ্বেষী মন
নিয়ে তারা আমাকে কোনদিন জানতে পারবে না । তাই তারা সারা
জীবন ধরে কেবল বেদ বিদ্বেষী কথা বলতে থাকবে। তারা সূর্যের ন্যায়
বেদসূর্য যে স্থির ও চিরন্তন তা বিশ্বাস করতেই পারবে না, কারণ তাদের হৃদয়ে আলো
প্রবেশের পথ তারা নিজেরাই বন্ধ করে রেখেছে, সঙ্কীর্ণতার গলিতে গিয়ে।
ভাল মন্দ জ্ঞান নাই যাদের অন্তরে তারাই
অভিশপ্ত হয়ে বার বার জন্ম মৃত্যুর স্বাদ গ্রহণ করে এই পৃথিবীর বুকে। তারা কিছুতেই
আমার সত্য বাণীর কথা কাউকে জেনেও বলতে চাইবে না ও নিজেও স্বীকার করবে না। এইসব মানুষ নিজ সম্প্রদায়ের মানুষের অন্তরে
মিথ্যা কথা বলে বিষ ঢালে। সত্যকে না জেনেই তারা আমার কাছে সবায়কে নিয়ে আসবে এমন
কথা বলে কেবল দলভারী করে অশান্তি সৃষ্টি করে।
আমার রাজ গুণ না পেলে বলো কেমন করে
কেউ রাজা হবে। আমি রাজগুণের সবকিছুই দিয়েছি মানুষকে, কিন্তু মানুষ তা জানে না ও
বিশ্বাস করতে চায় না। রাজা ছাড়া কেউ এই জগতে স্বাধীন হয়ে এগিয়ে চলতে পারে না
এবং আমার দেওয়া গুণ নিয়ে সে রাজাও হতে
পারে না। ভিখারীর ইহলোকে তো সুখ নাই, পরলোকেও কোন স্থান হয় না। তাই তাকে বার বার
জন্ম মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানের জয়।
No comments:
Post a Comment