বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২২৭) তারিখঃ—১৩/ ০৩/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে প্রেমধনে যে ধনী হয়েছে তার কাছে এই জগতের
দুঃখ জ্বালা- যন্ত্রণা, অশান্তি বিভেদ বিচ্ছেদময় জীবনও যেন এক সুখ- শান্তি, আনন্দপূর্ণ জীবনের খনি।]
আধুনিক বিজ্ঞানের যুগে জড় বিজ্ঞানের প্রভূত
উন্নতি হয়েছে, জড়বাদী সুখ লাভই এই বিজ্ঞানের ধারার মুখ্য উদ্দেশ্য। -ফলে মানব
জীবনের ব্যাপক পরিবর্তন হয়েছে। বিজ্ঞানের প্রসাদে দূরের মানুষ নিকট হচ্ছে। দূর-
দূরান্তরের ঘটনা নর- নারীর দৈনন্দিন জীবনের উপর প্রভাব বিস্তার করছে। পৃথিবীটা যেন
আয়তনে ছোট হয়ে গেছে। দূর দেশবাসী যেন নিকট প্রতিবেশীর মত। সকল কার্য যন্ত্রের
মাধ্যমে, ফলে মানুষও যেন যন্ত্রে পরিণত হয়েছে। এই যান্ত্রিক সভ্যতা যেমন মানুষকে
মানুষের নিকটে নিয়ে এসেছে, তেমনি প্রতি পদে পদে লোকসংঘর্ষ বাড়িয়ে তুলেছে। মানুষ
হাত পা চোখ কান বর্ধিত করার বুদ্ধিও যন্ত্রতে আয়ত্ত করার শিক্ষা পেয়েছে। এই
যান্ত্রিক সুবিধা ভোগ করতে গিয়ে কিন্তু নিজ আত্মাকে দীন- হীন- সংকুচিত করে আত্মাকে বিশালতায় পৌঁছাবার সাধনা ভুলে গেছে।
ভোগ- বিলাসের সম্ভার পুঞ্জীভূত হয়ে সহস্র সহস্র দোকানের শোভা বর্ধন করেই চলেছে,
কিন্তু আত্মার মহৎ গুণসমূহ মৃতকল্প হয়ে মানব সভ্যতাকে সাহারা মরুতে পরিণত করছে---
এটাই বর্তমান যুগের সবথেকে বড় সমস্যা। এই বিরাট মানবীয় ব্যবধান দূর হবে কীরূপে?
অর্থনৈতিক রাজনৈতিক তাগিদে মানুষ মানুষের অতি নিকট। ধর্মনৈতিক ও আধ্যাত্মিক
প্রয়োজন ভুলে মানুষ মানুষ হতে কিভাবে দূরে সরে থাকবে সেজন্য নেতা- নেত্রীদের দাপট
মানবসমাজকে আরও ভয়ংকর করে তুলছে। মানবশিক্ষা এখন রাজনৈতিক নেতাদের লালফিতার বন্ধনে
আবদ্ধ হয়ে বেকার- ক্যাডার –মাডারার তৈরী করার শিক্ষায় পরিণত হয়েছে। মানুষে মানুষে
ঠেকাঠেকি প্রাণহীন যন্ত্রের ধাক্কাধাক্কিতে পরিণত হয়েছে। জাতীয়জ্ঞান, মানবিক
মূল্যবোধ, নৈতিকজ্ঞান ও আত্মিকজ্ঞান হীন শিক্ষা মানুষকে দিশাহীন- লক্ষ্যহীন করে
তুলেছে। এই অসামঞ্জস্য শিক্ষা, যেখানে মানুষের অন্তরের প্রেম শুষ্ক, তা সমাজে
সমাজে, দেশে দেশে সৃষ্টি করছে ঘোরতর অশান্তি ও বিভেদ। নেতা নেত্রীরা হাজার হাজার
সভা দিনের পর দিন করে চলেছেন কিন্তু দেশের মানুষকে সত্যের পথ, শান্তির পথ, প্রেমের
পথ দেখাতে পারছেন না। দেশের সমস্যার সমাধান মরীচিকার মত দূর হতে দূরে সরে যাচ্ছে।
মানব জাতির এই দুর্দশা কবে দূর হবে—কবে শিক্ষা শেষে ছেলে- মেয়েরা সামন্য একটা
চাকুরীর জন্য হাহা- কার করবে না ও ঘুষ
দেওয়ার জন্য নেতা নেত্রীদের পদলেহন করবে না? জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযানের জয়।
No comments:
Post a Comment