বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২২৮)
তারিখঃ—১৪/ ০৩/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে নিত্য চোখের সামনে একের খেলা দেখবে
বহুরূপে তবেই মন আর কোনকিছু দেখেই বিরোধী হবে না।
বেদ যজ্ঞ বিরোধী একশ্রেণীর মানুষ আছেন তাঁরা
ঈশ্বরের বহুরূপের কথা বা তাঁর বহু নাম শুনলেই রাগে জ্ঞানশূন্য হয়ে যান। তাঁদের
জীবন দর্শন বলে কিছু নাই। তাই তাঁরা জানেন না বহু আর এক ভিন্ন নয়। বহু আর এক
বিরোধী নয়। পরমেশ্বর এক হলে আর বহু হতে পারেন না, বহু হলে এক হতে পারেন না—এই মত
ভ্রান্ত। পাশ্চাত্ত্য পণ্ডিতদের মতে হয় একত্ববাদ সত্য, না হয় বহুত্ববাদ সত্য।
বেদের মতে এই ধারণা ভুল। এই ভুল তত্ত্ব গিলাবার জন্য পাশ্চাত্ত্য পণ্ডিতগণ ভারতের
বুকে এসে প্রাচ্য পণ্ডিতদের মাথায় বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। শত চেষ্টা করেও
তাঁরা বেদের শিখাকে ম্লান করতে সক্ষম হন নি। বৈদিক ঋষিরা বহুর মধ্যে একত্বের যে
সার্থকতা দেখিয়েছেন তা সর্বজন গ্রহণযোগ্য হয়ে আছে, আধুনিক বৈজ্ঞানিক যুগেও। একের
মধ্যে বহুত্বের সার্থকতা একমাত্র সনাতন ধর্মের বৈদিক ঋষিরাই দেখতে পেয়েছিলেন। তাই
সনাতন বৃক্ষের যেকোন শাখা বা পত্রকেও অবলম্বন করেও মানুষ এই বৃক্ষের মূলে পৌঁছাবে।
জয় বিশ্বমানব শিক্ষা ও বেদ যজ্ঞের জয়। জয় সনাতন ধর্মের জয়।
No comments:
Post a Comment