Thursday, 22 March 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ২৩৬ তাং ২২/ ০৩/ ২০১৮

   বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৩৬) তারিখঃ—২২/ ০৩/ ২০১৮                            আজকের আলোচ্য বিষয়ঃ--[আত্মনিয়ন্ত্রণ দ্বারা অসাধ্য সাধন করা সম্ভব, তাই নিজের অন্তর জগতকে বেদযজ্ঞের মাধ্যমে শাসন করতে শিখো।]
আত্মনিয়ন্ত্রণ দ্বারা জীব শিব হয়ে উঠতে পারে। যে ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা- তিনি তা নিজ অধীনে রেখে পরিচালনা করছেন—সেই ঈশ্বর পূর্ণ শক্তি নিয়ে প্রত্যেক জীবের হৃদয়ে আত্মা রূপে বিরাজ করছেন। এই সত্যকে বিশ্বাস করে যে নিজ হৃদয় মন্দিরে তাঁকে দেখার জন্য উদগ্রীব হয়ে উঠে, সে অতি সহজে নিজের মনকে সেই মন্দিরে স্থির করতে পারে। মন সেই মন্দিরে স্থির হলেই মানুষের চিত্ত স্থির হয়ে যায়। চিত্ত স্থির হলেই বুদ্ধি নির্মল হয়ে উঠে। সেই পবিত্র বুদ্ধি নিয়ে তখন সে জ্ঞানের জগতে যাবার পথ খোঁজ করতে থাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যায় এগিয়ে যাবার প্রতিপদে পদে। কে প্রশ্ন করছে আর কে উত্তর দিচ্ছে, তখন সে তাঁর খোঁজ করতে থাকে হৃদয় মন্দিরে। অনেক খোঁজাখুঁজির পর পেয়ে যায় তাঁকে। তখন দেখে সে নির্বিকার- নিরাকার হয়ে পড়েছে আর হৃদয়মন্দিরের দেবতা সক্রিয় হয়ে গেছে। এই আত্মনিয়ন্ত্রণ কিভাবে সম্ভব হল, সে নিজেও উপলব্ধি করতে পারেনা তখন। সে তখন নিজেকে জানতে পারে ও নিজেকে দেখতে পায় জ্ঞানচক্ষু দিয়ে হৃদয়মন্দিরে স-সত্য-সুন্দর ও জ্যোতির্ময় রূপে। আর তখন তার কিছুই করার থাকেনা। হৃদয়মন্দিরের ঈশ্বর তাকে সাক্ষী গোপাল বানিয়ে রেখে একটার পর একটা অসাধ্য সাধন করে চলেন নিজের ইচ্ছায়। লোকে ভাবে সে করছে কিন্তু সে জানে তার দ্বারা কিছুই হচ্ছেনা, যা করার তার ঈশ্বর করে চলেছেন নিজের ইচ্ছায়। তাঁর ইচ্ছার বাইরে একটা গাছের পাতাও পড়তে পারেনা।  মানুষ যদি নিজেকে নিয়ন্ত্রন করতে না শেখে তবে তারা ঈশ্বরের শক্তি ও সম্পদকে কাজে লাগাবে কীভাবে? সর্বাগ্রে মানুষের প্রয়োজন আত্মনিয়ন্ত্রের শিক্ষা। এই শিক্ষা কে দেবে? এই শিক্ষা কেউ কাউকে দিতে পারেনাএই শিক্ষা মানুষকে নিজের অন্তর জগতকে শাসন করার মাধ্যমে শিখতে হয়। ঈশ্বর অন্তরে বাস করছেন এবং আমার সমস্ত কার্যকলাপ তিনি দেখছেন ও আমার সব কথা শুনছেন—অতএব আমাকে তাঁকে বিশ্বাস ও শ্রদ্ধা করে চলতে হবে। ঈশ্বরকে তোমরা বিশ্বাস ও শ্রদ্ধা করো—তিনি কঠোর শাস্তিদাতা আবার প্রেমময় এই শিক্ষাটুকুই মানুষকে আত্মনিয়ন্ত্রণের পথে নিয়ে যেতে সক্ষম। আর অধিক শিক্ষা বা বিশ্বাসের কোনো প্রয়োজন নেই।  জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।  

No comments:

Post a Comment