বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযান(২৭৫) তারিখঃ—০৮/ ০৫/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[
বেদযজ্ঞ করে বেদের অবৈদিক ধারা থেকে মুক্ত হয়ে ত্রিগুণের ঊর্ধ্বে উঠে বেদের প্রকৃত
সত্যকে দর্শন করো।]
গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে বলেছেন বেদন্তকৃৎ ও বেদবিদ। আবার তিনি দুই তিনটি শ্লোকে
বেদের নিন্দা করেছেন। কেন করেছেন নিজে বেদান্তকৃৎ ও বেদবিদ হয়ে? এর গভীরে প্রবেশ
করলেই আমরা উপলব্ধি করতে পারবো এর সত্যতা। বৈদিক ধারার সঙ্গে যে অবৈদিক ধারা মিশে
আছে ও ছিল তারই তিনি নিন্দা করেছেন। অবৈদিক ধারার মধ্যে থেকে যারা নিজেদেরকে বৈদিক
পণ্ডিত মনে করেন এবং নিজেদেরকে বেদপন্থী বলে প্রচার করেন, তাঁদেরই এখানে নিন্দা
করা হয়েছে। সেই কৃত্রিম বেদপন্থীদের কথা মনে করেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে
বলেছেন--- অর্জুন, ওরা যাকে বেদ বেদ করে রটনা করে তা প্রকৃত বেদ নয়--- তা ত্রিগুণ-
বিষয়ক। তুমি ঐ কৃত্রিম বেদধারা থেকে সরে পড়। ত্রিগুণের ঊর্ধ্বে উঠো ও বেদের প্রকৃত
সত্যকে জানো- বুঝো- উপলব্ধি করো। তবেই প্রকৃত বেদকে বুঝবে ও বেদের সনাতন সত্যরূপকে
দেখতে পাবে। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।
No comments:
Post a Comment