Sunday, 13 May 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৮০) তাং ১৩/ ০৫/ ২০১৮

   বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৮০) তারিখঃ—১৩/ ০৫/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করেই মানব জীবনকে পবিত্র করে সবার উপযোগী করে তোলো।]
মানুষের পক্ষে এই পঞ্চভূতের আধারস্বরূপ দেহটি দ্বারা সর্বপ্রকার শুভ- অশুভ কর্ম করা সম্ভব। বেদ যজ্ঞের মাধ্যমে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কী না লাভ হতে পারে এই দেহটির দ্বারা? প্রথম মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত নিজেকে পিতা- মাতা- আত্মীয়স্বজনের উপযুক্ত রূপে গড়ে তোলার জন্য সাধনা করা। এই মানব দেহের জন্ম, পালন- পোষণ যাঁদের থেকে, যাঁদের স্নেহে, যাঁদের দয়ায় আমাদের মানব জীবন সবচেয়ে অসহায় সময়ে সুরক্ষিত থাকে, তাঁদের ঋণ কোনো মানুষই শত বর্ষ পরমায়ুর দ্বারাও একনিষ্ঠ সেবক হয়েও শোধ করতে পারে না। যে পুত্র সক্ষম হয়েও নিজের দেহ এবং অর্থ – সম্পদাদির দ্বারা সর্বপ্রকারে পিতা- মাতার সেবা এবং তাঁদের জীবিকা নির্বাহের ব্যবস্থা না করে, তাঁদের জীবন ইহকালেও যেমন বৃথা হয়, তেমনি তা পরকালের জন্যও অন্ধকারময় হয়ে থাকে। যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও বৃদ্ধ মাতাপিতা, সতী স্ত্রী, শিশুসন্তান, গুরু, ব্রাহ্মণ এবং শরণাগতের ভরণ- পোষণ না করে, সে বেঁচে থাকলেও প্রকৃতপক্ষে মৃতই। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানের জয়।

No comments:

Post a Comment