Wednesday, 23 May 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ২৯০ তারিখঃ-- ২৩/ ০৫/ ২০১৮


  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৯০) তারিখঃ—২৩/ ০৫/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞের মাধ্যমে বেদ ভগবানের রথে চেপে  দেবতাগন, ঋষিগণ, পিতৃগণ ও ভূতগণের পূজা করবে ।]
 যে ব্যক্তির ঘরে বেদযজ্ঞ হয় না, সেই ব্যক্তির ঘরে দেবতাগণ, ঋষিগণ, পিতৃগণ ও ভূতগণ অভুক্ত অবস্থায় থেকে যান। অবশেষে এই ঘরকে লক্ষ্মীছাড়া ঘর আখ্যা দিয়ে সেখান থেকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অন্যত্র চলে যান, সংসারে এঁর থেকে বড় আর পাপী কে থাকতে পারে? এইরূপ ব্যক্তির সঙ্গে এক বছর ধরে সম্ভাষণ, কুশল প্রশ্ন এবং ওঠা – বসা করলে মানুষ তার সমান পাপী হয়ে যায়। যার শরীর অথবা গৃহ দেবতাদির নিঃশ্বাসবর্জিত, তাঁর সঙ্গে নিজ গৃহ, আসন, বস্ত্র ইত্যাদি মেশানোও পাপ ও অসৎ সঙ্গের সামিল। যে ব্যক্তি তাঁর গৃহে আহার করেন, তাঁর আসন গ্রহণ করেন অথবা তাঁর সঙ্গে একই শয্যায় শয়ন করেন, তিনি শীঘ্রই তাঁর সমান হয়ে যান। যে ব্যক্তি বেদযজ্ঞের মাধ্যমে দেবতা, পিতৃগণ, ভূতগণ ও অতিথিদের পূজা না করে স্বয়ং ভোজন করেন, তিনি পাপান্ন ভোজন করেন। তাঁর শুভবুদ্ধির উদয় কখনো হতে পারে না, তাই তাঁর শুভগতিও কেউ আশা করতে পারে না। আর যারা দেবতাগণ, ঋষিগণ, পিতৃগণ ও ভূতগণকে সাথে নিয়ে বেদভগবানের রথে চেপে, তাঁকেই রথের সারথি জেনে, সকলের পূজা করেন, তাঁদের প্রতি সারথি ভগবান সন্তুষ্ট হন এবং সর্বত্র তাঁদের জয় ঘোষণা করতে করতে রথ এগিয়ে নিয়ে চলেন।  জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানের জয়।

No comments:

Post a Comment