Wednesday, 16 May 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ২৮৩ তারিখঃ-- ১৬/ ০৫/ ২০১৮


   বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৮৩) তারিখঃ—১৬/ ০৫/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ--[ বেদ যজ্ঞ করে আগে জেনে নাও তোমার মন্দির কোথায় ও সেখানে কিভাবে জীবন্ত বিগ্রহ বেদ যজ্ঞ করে চলেছেন।]
মন যার সদায় দ্বারস্থ হয়, সেটাই হচ্ছে সবার জীবন্ত বিগ্রহের মন্দির। আমাদের সবার মন জীবন্ত দেহের দ্বারস্থ, তাই এই দেহই হচ্ছে সবার কাছে সত্য মন্দির। এই দেহের মধ্যেই রয়েছেন ঈশ্বরের পূর্ণ ব্রহ্মময় শক্তি- জ্ঞান- বিজ্ঞানময় আত্মাএই আত্মার শক্তি থেকেই সৃষ্টি হচ্ছে বিভিন্ন রস যা আমাদেরকে সদায় কর্মচঞ্চল করে রেখেছে। এখানেই আমাদের বেদ যজ্ঞ চলছে—এই যজ্ঞ বলেই আমাদের এই মন্দির সদায় পবিত্র হয়ে চলেছে এবং এখান থেকেই উৎপন্ন হয়ে চলেছে প্রেম-প্রীতি - ভক্তি- শ্রদ্ধা ইত্যাদি ভাব। আমরা এই মন্দিরকেই সাজিয়ে তুলছি আমাদের কামনা –বাসনা- মায়া- মোহ দিয়ে আর সবার সঙ্গে সম্পর্ক গড়ে তুলছি এই জীবন্ত বিগ্রহকে কেন্দ্র করে। তাই আমরা এই মন্দিরে বসে যত পবিত্র মনে আমাদের অতি নিকট ও প্রিয় জীবন্ত বিগ্রহের পুজা- আরতি করবো ততই আমরা আমাদের এই জীবন্ত বিগ্রহকে সন্তুষ্ট করে তাঁর কৃপা ধন্য হবো। এটাই হচ্ছে আত্মদর্শনের সহজ সরল পথ ও বিশ্বের সকলকে আত্মীয় করে ধরে রাখার সনাতন দর্শন। তাই বেদযজ্ঞ করে নিজের দিব্যস্বরূপের প্রতি সুদৃঢ় বিশ্বাস রেখে নিজের দেবত্ব শক্তিকে জাগিয়ে তুলতে হবে, দেশ ও দেশবাসীকে রক্ষা করার জন্যে।  শ্রীশ্রীগীতা ও বেদ হচ্ছে বিশ্বমানবের জীবন দর্শন। আমাদের দেবত্বশক্তিকে জাগিয়ে তোলার সাহায্যকারী অস্ত্র হলো এই সব শাস্ত্র গ্রন্থের সনাতন সূত্রগুলি। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানের জয়।ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

No comments:

Post a Comment