Sunday, 15 April 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ২৫৩ তারিখঃ-- ১৫/০৪/ ২০১৮


  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৫৩) তারিখঃ—১৫/ ০৪/ ২০১৮                                                                                                 আজকের আলোচ্য বিষয়ঃ--[ আজকে শুভ নববর্ষের –আলোতে বেদযজ্ঞ করে জীবনকে আলোকিত কর সমস্ত বন্ধন ছিন্ন করে।]
বেদ যজ্ঞ করতে ভুলে যাবার জন্য অজ্ঞানরূপ অন্ধকারে আবৃত মূঢ় –হৃদয়- পুরুষ জানে না যে- ‘আমি কোথা থেকে এসেছি’ ‘আমি কে?’ ‘কোথায় যাব?’ এবং ‘আমার স্বরূপ কী?’ আমি কোন বন্ধনে আবদ্ধ? সেই বন্ধনের কারণ কী? অথবা একি অকারণেই পাওয়া? ‘ আমার কী করা কর্তব্য, কী বলা উচিত, কী বলা উচিত নয়? ‘ ধর্ম কী? অধর্ম কাকে বলে? কোন অবস্থায় আমার কীভাবে থাকা উচিত? কর্তব্য কী আর অকর্তব্য কাকে বলে? কোনটি গুণময় আর কী দোষময়? এই সব প্রশ্নের উত্তর প্রত্যেক বিবেকমান পুরুষের হৃদয়ে আলোকিত হয়ে শোভা পায়। আর যাদের হৃদয়ে এই প্রশ্নগুলির উত্তর নেই তারা পশুর সমান বিবেকশূন্য শিশ্নোদর – পরায়ণ অজ্ঞতাজনিত পুরুষ হয়ে কেবল মহাদুঃখ ভোগ করে থাকে। তারা কোনকালেই নব নব জীবনের স্বাদ উপভোগ করতে পারে না। তাদের কাছে নব বর্ষের আলো পৌঁছায় না। তাদের ঘর চিরকাল অন্ধকারেই থেকে যায়। আর যারা নিজের আত্মাকে মহানের আলোর সাথে যুক্ত করার পথ ধরে জীবন অতিবাহিত করেন তাঁরা সত্যকে জেনে বছর বছর শুভ নব বর্ষের আলোতে স্নান করে পবিত্র হতে থাকেন, নিজ পবিত্র ঘরে ফিরে যাবার জন্যে।  জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।  

No comments:

Post a Comment