বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৬/ ০২/ ২০১৭ and ০৭/ ০২/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ
বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে স্থির চিত্তে ঈশ্বরের বিশ্বরূপ দেখতে
থাকো ও তাতেই প্রাণ প্রতিষ্ঠা করো।]
বেদ
ভগবানের বেদ যজ্ঞের ফলে মানুষের যেমন জন্ম- জীবন- মৃত্যু ও পুনঃরায় জন্মাদি ঘটনা
চক্রাকারে আবর্তিত হচ্ছে, এই বিশ্বসংসারও সৃষ্টি – স্থিতি- লয় ও পুনঃরায় সৃষ্টি
ক্রমে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, কল্পের পর কল্প ধরে সৃষ্টির নিয়ম মেনে।
প্রতিটি সৃষ্টির অন্তরে বেদের জ্ঞান রয়েছে চেতনা শক্তি রূপে, সেজন্য প্রতিটি জীব
বেদের সাথে যুক্ত। বিশ্ববীজ পরমাত্মা পরমপুরুষ তাঁর নিজ পরাশক্তিতে ক্রিয়াশীল হয়ে
বিচিত্র বিরাট বিশ্বরূপে সকলকে নিজের মধ্যে আশ্রয় দিয়ে নিজেকে প্রকাশ করেছেন। তাঁর
এই বিশালত্বরূপ বেদ যজ্ঞ করে ঋষিরা উপলব্ধি করতেন ও বিভিন্নভাবে তাঁর স্তব- স্তুতি
করতেন। বিরাটের এই বিশ্বরূপ ব্রহ্ম হতে প্রকাশিত হচ্ছে, স্থিতিকালে তাঁর জীবনের
ক্রিয়া চলছে আমাদের সকলকে সাথে নিয়ে, অন্তে আবার তাঁতেই লী ন হচ্ছে। বিরাটের এই
প্রকার এক একটি প্রকাশ- কালকে কল্প বলা হয়। আমরা নিজেকে বেদ যজ্ঞ করে সংশোধন করার
জন্য এক কল্প কাল সুযোগ পেয়ে থাকি। তাই জন্মান্তরবাদকে স্বীকার করতেই হয় আত্মার
উন্নতির জন্য। কেউ এক জন্মে অল্প সময়ের মধ্যে এই বিশ্বরূপের বিশালত্বের চিন্তা করে
তাঁতে নিজের চিত্ত স্থির করতে সক্ষম হয় না। তাই আমাদেরকে জন্মান্তরবাদ বা পরকালকে
বিশ্বাস করে নিজেকে সংশোধন করতে করতে এগিয়ে যেতে হয় বিশ্বরূপের মধ্যে নিজেকে স্থির
করে ধরে রাখার জন্য। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment