–বেদ যজ্ঞ সম্মেলনঃ—০১/ ০২/
২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ*
পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে বৈদিক ঋষির ন্যায় বার বার বলতে থাকো—“ হে সরস্বতী, তোমার মত মা নেই, তোমার মতো নদী নেই, তোমার মতো দেবী নেই এই সংসারে।]
বেদ যজ্ঞ শুরু করলেই মাতৃরূপা সরস্বতী খুব ঘনিষ্ঠ হয়ে আমাদের নিকটে চলে আসেন। তাঁর বক্ষঃস্থল থেকে দুগ্ধের ন্যায় অমৃত ক্ষরণ হয় ও তা রত্ন আর আলো হয়ে আমাদের আদরের বস্তু হয়ে তাঁর অভিমুখে আমাদেরকে আকর্ষণ করতে থাকে। সেই আদরের বস্তু দেবনিন্দুকদের কাছে ভয়ানক ভীষণা, বৃত্রঘাতিনী রূপে দেখা দেয় এবং তিনি তাঁদের মুখে অমৃতের পরিবর্তে বিষ ঢেলে তাঁদের নির্মূল করেন। সরস্বতীর একুশটি –ধারা ভারতবর্ষকে সমৃদ্ধশালী করে ধরে রেখেছে, তাই সরস্বতীর অপর নাম ভারতী। এই ভারতী দেবীমা ভরতবংশীয়দের কুলদেবী ছিলেন। ভরতবংশের সকলেই সরস্বতী নদীর তীরেই বাস করতেন এবং সকলেই সরস্বতীর উপাসক ছিলেন। তাঁদের কুলদেবী সরস্বতী কালক্রমে ভারতী নামে প্রসিদ্ধি লাভ করেন এবং সিন্ধু- গঙ্গা- যমুনা- সরস্বতী প্রভৃতি একুশটি ধারার মানব সভ্যতাকে নিজের বক্ষে ধারণ করেন। সেই কালে সকলেই নিজেকে ভারতীর সন্তানরূপে জেনে মা সরস্বতীর উপাসনা করতেন। কালের কবলে সরস্বতী নদী যেমন নিজের অস্তিত্ব হারিয়েছেন, তেমনি আমরা এই ভারতভুমিতে সকলেই ভারতীর সন্তান ভারতবাসী এই কথাও ভুলে গেছি। জয় মা ইলা- সরস্বতী- মহতী ভারতী বৃহতী দেবীর জয়।
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে বৈদিক ঋষির ন্যায় বার বার বলতে থাকো—“ হে সরস্বতী, তোমার মত মা নেই, তোমার মতো নদী নেই, তোমার মতো দেবী নেই এই সংসারে।]
বেদ যজ্ঞ শুরু করলেই মাতৃরূপা সরস্বতী খুব ঘনিষ্ঠ হয়ে আমাদের নিকটে চলে আসেন। তাঁর বক্ষঃস্থল থেকে দুগ্ধের ন্যায় অমৃত ক্ষরণ হয় ও তা রত্ন আর আলো হয়ে আমাদের আদরের বস্তু হয়ে তাঁর অভিমুখে আমাদেরকে আকর্ষণ করতে থাকে। সেই আদরের বস্তু দেবনিন্দুকদের কাছে ভয়ানক ভীষণা, বৃত্রঘাতিনী রূপে দেখা দেয় এবং তিনি তাঁদের মুখে অমৃতের পরিবর্তে বিষ ঢেলে তাঁদের নির্মূল করেন। সরস্বতীর একুশটি –ধারা ভারতবর্ষকে সমৃদ্ধশালী করে ধরে রেখেছে, তাই সরস্বতীর অপর নাম ভারতী। এই ভারতী দেবীমা ভরতবংশীয়দের কুলদেবী ছিলেন। ভরতবংশের সকলেই সরস্বতী নদীর তীরেই বাস করতেন এবং সকলেই সরস্বতীর উপাসক ছিলেন। তাঁদের কুলদেবী সরস্বতী কালক্রমে ভারতী নামে প্রসিদ্ধি লাভ করেন এবং সিন্ধু- গঙ্গা- যমুনা- সরস্বতী প্রভৃতি একুশটি ধারার মানব সভ্যতাকে নিজের বক্ষে ধারণ করেন। সেই কালে সকলেই নিজেকে ভারতীর সন্তানরূপে জেনে মা সরস্বতীর উপাসনা করতেন। কালের কবলে সরস্বতী নদী যেমন নিজের অস্তিত্ব হারিয়েছেন, তেমনি আমরা এই ভারতভুমিতে সকলেই ভারতীর সন্তান ভারতবাসী এই কথাও ভুলে গেছি। জয় মা ইলা- সরস্বতী- মহতী ভারতী বৃহতী দেবীর জয়।
No comments:
Post a Comment