বেদ যজ্ঞ সম্মেলনঃ—১১/ ০২/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে নিজেকে শ্রীকৃষ্ণ ভক্ত রূপে চিন্তা করতে
থাকলেই তিনি সদায় ভক্তের রক্ষাকারীরূপে
বিরাজ করেন।]
বেদের শক্তির কথা কলিযুগের মানুষ ভুলে গেছে।
তাই এই যুগে মানুষের অন্তর থেকে ভক্তিদেবী বিদায় নিয়েছেন। বেদ ভগবান শ্রীকৃষ্ণ
তাঁর মায়া দেহ ত্যাগ করার কালে শব্দময়ী মূর্তি নিয়ে ভাগবতসমুদ্রে প্রবেশ করলেন।
তাই বেদ ভগবানের ভাগবত সাক্ষাৎ বেদ মূর্তি, বেদপন্থীদের কাছে। যার হৃদয়ে শুধুমাত্র
বেদ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবাস করে, সে ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন
হলেও পরম ধন্য, কারণ এই ভক্তির সূত্রে বাঁধা পড়ে তো সাক্ষাৎ ভগবানও নিজের পরমধাম
ছেড়ে তার হৃদয়ে এসে বাস করেন। কলি যুগে যে ভক্ত কেবল বেদ ভগবানের জয়ধ্বনি করে সেই
সর্বক্ষেত্রে জয়ী হয়। যে সকল মানুষ সদা সর্বদা নানা রকম পাপকর্ম করে, নিরন্তর
দুরাচারেই লিপ্ত এবং অসৎপথগামী আর ক্রোধানলে দগ্ধ, কুটিল ও কামপরায়ণ--- এরাও বেদ
যজ্ঞ করে বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়ধ্বনি করলেই পবিত্র হয়ে যায়। যারা সত্য থেকে
চ্যুত, পিতা-মাতার নিন্দুক, নানারকম বিষয়বাসনায় জর্জরিত, আশ্রম—ধর্মরহিত, দাম্ভিক,
মাৎসর্যপরায়ণ এবং হিংসুক বা অপরকে পীড়নকারী, তারাও কলিযুগে বেদ যজ্ঞের প্রভাবে
সহজ- সরল বেদজ্ঞান লাভ করে মুক্তপুরুষ হয়ে যায়। এই কলিযুগের প্রভাবে যারা মদ্যপান,
ব্রহ্মহত্যা, সুবর্ণচুরি, গুরুপত্নীগমন ও বিশ্বাসঘাতকতার মতো পাপ কাজে লিপ্ত
রয়েছে, তারাও বেদ যজ্ঞে নিজেকে আহুতি দেওয়ার সাথে সাথে বেদ ভগবান শ্রীকৃষ্ণের
প্রিয় হয়ে যায়। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।
No comments:
Post a Comment