Saturday, 4 February 2017

বেদ যজ্ঞ ঃ- ০৪/ ০২/ ২০১৭



বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৪/ ০২/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃবঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ দ্বারা পুত্রকে নীতি বাক্যের আশ্রয়ে ধরে রাখো, যেনো পুত্র কুপুত্র হয়ে না যায়, কুপুত্রের প্রভাবে কুলধর্ম তছনছ হয়ে যায়।]
যে কোন গাছের শোভা পত্র- পুষ্প- ফল, তেমনি নীতি বাক্যসকল হলো মানব শিক্ষার পত্র – পুষ্প – ফলস্বরূপ শোভা। মানব পুত্র নীতি বাক্যের আশ্রয়ে না থাকলে, সে পুত্র মানুষের শোভা হারিয়ে কুপুত্র হয়ে কুলধর্ম তছনছ করে দিতে দ্বিধা করে না। এই ভারতের মাটিতে হাজার বছর আগে কেউ নিজের কুলধর্ম তথা সনাতন ধর্মকে ত্যাগ করে সেই ধর্মের প্রতি আঘাৎ হানার সাহস পেতো না। কারণ সকলেই সনাতন ধর্ম তথা বেদের নীতি কথার আশ্রয়ে ভারতীর সন্তান হয়ে বাস করতো। মাত্রাতিরিক্ত স্বাধীনতা দিতে গিয়েই ভারতীর সন্তান- সন্ততিরা নিজের কুলধর্ম হারিয়ে বিপথগামী হয়ে পড়েছে।“ কুপুত্র সদায় হয় কুমাতা কখনো নয়”, এই নীতি বাক্য প্রয়োগ করে তখন এই কুপুত্র সনাতন ধর্মত্যাগীদের ভারতীর কোলে আশ্রয় দেওয়ার ফল এখন সকলকে ভোগ করতে হচ্ছে। যারা তখন উত্তম চতুর কৃষক ছিলেন, তাঁরা নিজের জীবন ত্যাগ করেছিলেন তবুও কুলধর্ম ত্যাগ করেন নি, তাঁদের স্ত্রীরাও বিষ পান করে আত্মহত্যা করেছেন, তবুও কুলধর্ম ত্যাগ করে পরধর্মকে গ্রহণ করে শস্যক্ষেত্রে আগাছা বিস্তারে সহযোগীতা করেন নি। যারা ভারতী তথা সরস্বতীর সন্তান- সন্ততি হয়েও তাঁর জ্ঞানের আশ্রয়ে না থেকে, পরধন ও পরের কথায় মত্ত হয়ে  নিজের কুলধর্ম ত্যাগ করেছিলেন কুপুত্র হয়ে, তাঁদের বংশধররা কি তাঁদের পূর্বপুরুষদের এই মহাপাপ থেকে উদ্ধার করে স্বর্গে স্থাপন করতে পারবেন? জয় বেদ যজ্ঞের জয়। 

No comments:

Post a Comment