Sunday, 5 February 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ০৫/ ০২/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৫/ ০২/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ –যজ্ঞ করেই মানুষকে ঋষি হয়ে পরমতত্ত্বানুভূতি লাভ করতে হয়।]
মানুষকে বেদ যজ্ঞ করতে হয় পরম তত্ত্বের আনন্দ অনুভূতি লাভ করার জন্য। নিত্য পীড়িত মানুষ এই পরম তত্ত্বের অনুভূতির কথা জানে না। যদি তারা বেদ যজ্ঞ করে এই পরম তত্ত্বানুভূতি লাভ করে তবে তারা নিজেদের জীবনে অমৃত লাভ করবে। জন্মাবধি দরিদ্র মানুষ এই অনুভূতির ফলে যেন পরশ পাথর লাভ করে জীবন ধন্য করে শোভিত হতে থাকে। অন্ধ ব্যক্তি দৃষ্টি লাভ করলে যেরূপ আনন্দিত হয়, বেদ যজ্ঞ করে তত্ত্বজ্ঞান লাভ করে মানুষ তেমনি আনন্দিত হয়। মূক- বধির ব্যক্তি যদি মা সরস্বতীর বর লাভ করে, তবে তার বাণী যেমন সকলকে আনন্দ দেয় তেমনি তত্ত্বজ্ঞানীর বাণী সকলকে উৎফুল্ল করে। শৌর্যবীর্যসম্পন্ন ব্যক্তির যুদ্ধে বিজয় লাভে আনন্দ আর ঋষির বেদ যজ্ঞ করে পরমতত্ত্বলাভে আনন্দ যেন সমান। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment