Thursday, 30 March 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ৩০--০৩-- ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—৩০/ ০৩/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞের মাধ্যমে বেদ ভগবান শ্রীকৃষ্ণের চরণে চিত্ত নিত্যযুক্ত রেখে জীবনযাপন করলেই মানুষ আনন্দে থাকবে এবং ভয়ংকর বন্দীজীবনের অবসানও ঘটবে।]
বেদ যজ্ঞের মাধ্যমেই মানুষকে নিজের চিত্তকে বেদ ভগবানের শ্রীচরণে স্থির করতে হয়। বেদ যজ্ঞের ধারাকে ধরে রাখার জন্যই মানুষকে নিজের বংশ রক্ষা করতে হয়। তাই মানব জীবন লাভ করে সন্তান উৎপাদন ভোগের জন্য না করে বংশ রক্ষা হেতু করতে হয় জ্ঞান ও ভক্তির জগতে বিচরণ করে। জন্ম- মৃত্যু, সুখ- দুঃখ, লাভ- ক্ষতিকে সমজ্ঞান করে, সেসবকে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ মনে করে সেবন করতে হয়। এই অভ্যাস যোগেই মানুষের চিত্ত শ্রীভগবানে নিত্যযুক্ত হয়ে যায় এবং ভক্তকে ভগবানই আনন্দ জগতে ধরে রাখেন। দেহ ও দেহ বিষয়ক বস্তুসকলে আসক্তি ত্যাগ করে যত নির্লিপ্ত ভাবে বেদ যজ্ঞ করবে ততই মন নিজ আত্মাতেই রমণ করতে থাকবে। মন, বুদ্ধি, অহংকার সহ ইন্দ্রিয়সকল যখন নিজ আত্মাতেই রমণ করতে থাকবে তখনি বৃহৎ অন্তর্জগৎ সংসার বহির্জগতে প্রকাশিত হতে থাকবে ভুবনেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বিভূতি যোগ নিয়ে। এইভাবেই মানুষ বেদ যজ্ঞ করতে করতেই শেষে শ্রীকৃষ্ণ ভগবানের ব্রহ্মস্বরূপ লাভ করতে সমর্থ হয় এবং অতি ভয়ংকর বন্দীজীবনের দশা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠলোকের আনন্দলাভ করে। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment