Sunday, 26 March 2017

বেদ যজ্ঞ সম্মেলন ঃ-- ২৬/ ০৩/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৬/ ০৩/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে সংসাররূপী বিভিন্ন আশার বন্ধন থেকে মুক্ত হয়ে বেদ ভগবান শ্রীকৃষ্ণের পরিবারের সদস্য হয়ে নির্ভয়ে সর্বত্র বিচরণ করো।]
দেহধারীগণ ততক্ষণ পর্যন্ত সংসাররূপী বিভিন্ন আশার বন্ধনে থেকে তাপ- তসন্তাপে দগ্ধ হতে থাকে যতক্ষণ না তারা বেদ যজ্ঞ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলের আশ্রয় গ্রহণ করে। বেদ ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি। তিনি ব্রহ্মাদি দেবতাদেরও পরম আশ্রয়, সকলের আত্মা ও সর্বস্বরূপ। তিনি অদ্বিতীয় ও অদ্বয় জ্ঞানস্বরূপ। তিনিই জগতের উৎপত্তি, স্থিতি ও সংহারের কারক। তাঁরই মায়ায় বিমোহিত জীব স্ত্রী- পুত্র, দেহ, বিষয় – বাসনায় আসক্ত হয়ে দুঃখের অথৈ সাগরে পড়ে দুঃখ ভোগ করতেই থাকে। মানবজীবন লাভ তো তাঁর কৃপাতেই সম্ভব হয়েছে। এমন মানব শরীর লাভ করেও যে নিজ ইন্দ্রিয়সমূহকে বশীভূত করে রাখে না আর তাঁর পাদপদ্মের শরণাগত হয় না, তাঁর সেবাপূজায় নিত্যযুক্ত থাকে না, তার মানবশরীর ধারণ ব্যর্থতায় পর্যবসিত হয়, সে নিজেকেই প্রতারণা করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণই প্রাণীকুলের আত্মা, প্রিয়তম, অভিভাবক ও ঈশ্বর। এই ভগবান শ্রীকৃষ্ণের পরিবারের সদস্য সকলেই। এই পরিবার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করে তুচ্ছ বিষয় –বাসনার সুখের পিছনে ছুটে বেড়ায় সে তো মহামূর্খ – সে অমৃত ত্যাগ করে বিষপান করছে। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment