বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৫/ ০৩/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে সকলেই প্রচার করতে থাকো ভগবান শ্রীকৃষ্ণ
সমগ্র জগতের শিক্ষাপ্রদানকারী এবং তিনিই সমগ্র জগতের সকলের অভিভাবক ও সদগুরু।]
বেদ যজ্ঞ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রশংসা যত
করা যাবে ততই জীবের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ হতে থাকবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ—এই
সকলই তো জগতে জীবের বাঞ্ছনীয় পদার্থ; সেই সকল রূপেই তো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য
অধিষ্ঠান। সকল বৃত্তি- প্রবৃত্তি, সাধন, সিদ্ধি, সাধ্য – এর ফলস্বরূপ তো একমাত্র
তিনিই। বিচারশীল পুরুষ তাই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্য অন্য সব কিছু ত্যাগ
করে থাকেন। সেই বিবেকযুক্ত
পুরুষদের তিনি নিজের বৃত্তের মধ্যে ধরে রেখে নিত্য নূতন জ্ঞানের জগতে নিয়ে যান এবং
তাঁরাই তাঁর প্রিয়পাত্র হয়ে উঠেন। তিনিই একমাত্র সমগ্র জগতের শিক্ষাপ্রদানকারীরূপে
সর্বত্র অধিষ্ঠান করেন। যারা নরনারী সহবাসে লাভ করা সুখ অথবা দুঃখে বশীভূত, তারা
কখনো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ লাভ করবার যোগ্য হয় না। ভগবান শ্রীকৃষ্ণ
মোক্ষ ও সম্পদ সহ সকলের অধীশ্বর। পরমাত্মাকে লাভ করেও যারা বিষয় সুখ প্রদানকারী
ধনসম্পত্তির অভিলাষ করে আর শ্রীকৃষ্ণের পরাভক্তি কামনা করে না, তারা বস্তুত
মন্দভাগ্য। কারণ বিষয়সুখ তো নরক আর নরকসম শূকর, সারমেয় যোনিতেও লাভ করা সম্ভব।
কিন্তু তাদের চিত্ত বিষয়ভোগেই তন্ময় হয়ে থাকে, তাই নরকে গমনও তাদের শ্রেয় বলে বোধ
হয়। তাই দুষিতচিত্তের যারা অধিকারী তারা কেবল ছল- চাতুরীর আশ্রয় নিয়ে থাকে, তাদের
পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের রাজত্বে গিয়ে
সনাতন ধর্ম পালন করে জ্ঞান লাভ করা আর সম্ভব হয় না। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। জয়
বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment