·
[ বেদ যজ্ঞ করে পুরানোকে নূতন রূপ দাও তোমাদের জীবনকে নূতন রূপে দেখার জন্যে।]
শাস্ত্র কোনদিন পুরানো হয় না। তোমরা তোমাদের জীবন শাস্ত্র পড়তে শিখো দেখো কত নূতন যুগের পুরুষ হয়ে সদা চিরনূতন হয়ে ফূটে উঠছো এই পৃথিবীর বুকে। সত্য কোনো দিন পুরানো হয় না। তাই তোমাদের জীবন যখন সত্য তখন তোমরা কখনো পুরানো হতে পারো না ও তোমাদের জীবন বেদও কখনো পুরানো হবে না। অতীত ঘটনা পুরানো হয়ে যায় কিন্তু সত্য নিজের জায়গা ছাড়ে না। তোমরা অতীত ঘটনাকে নিয়ে মাতামাতি যতটা করো—সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ও তাকে রূপ দিয়ে সকলের গ্রহণযোগ্য করে তোলার জন্য চেষ্টা ও সংগ্রাম চালাও না। অতীতকে যেমন কেউ ফিরিয়ে দিতে পারেনা তেমনি সত্যকে কেউ মুছেও দিতে পারেনা। তাই অতীত থেকে সত্যকে সংগ্রহ করে নূতন রূপ দিয়ে মানব সমাজে প্রতিষ্ঠা করলে মানুষ আর অতীতের ভুলগুলি করবে না।আমাদের পূর্বপুরুষগণ যে ভুল করে গেছেন—সেই ভুলের পথে যদি আমরাও চলি তবে মানবজাতির চরিত্র কোনদিন সংশোধন হবেনা ও তাঁরা প্রকৃত সত্য কোনোদিন জানতে পারবেনা। পৃথিবীর বুকে যত বড়ো নবি, অবতার, মহামানব, মহাপুরুষ অবতীর্ণ হয়েছেন—তাঁরা সকলেই মানব কুলে জন্মগ্রহণ করেছেন এবং ভুল করতে করতে সত্যকে জেনেছেন। সত্যকে জানার পর মানুষের মঙ্গলের জন্য তা প্রকাশ করেছেন। তাঁরা প্রত্যেকেই নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তাঁদেরকে অনুসরণ না করে ঈশ্বরকে অনুসরণ করে তাঁর পথে চলতে নির্দেশ দিয়েছেন। মানুষ ভুল করতে পারে, ভুল পথ দেখাতে পারে কিন্তু ঈশ্বর ভুল করতে পারেন না, ভুল পথ দেখাতে পারেন না, তাঁর সৃষ্টিকে। তাঁরা তাই মানুষকে ঈশ্বরের দাসত্ব করা ছাড়া অন্য কারো দাসত্ব করতে নিষেধ করেছেন। এক ঈশ্বরের উপাসনা ছাড়া অন্য কারো উপাসনা করতে নিষেধ করেছেন। কিন্তু মানুষ সেই নবি, অবতার, মহামানবদের সত্য কথায় ভরসা রাখতে না পেরে নিজেদের কামনা-বাসনা পূরণের জন্য ও নাম-যশ-খ্যাতি প্রতিষ্ঠার জন্য নিজ ইচ্ছামতো পথ তৈরি করে নিয়েছেন। ফলস্বরূপ প্রকৃত সত্য ধামা-চাপা পড়ে গেছে ও কৃত্রিম সত্য মাথা চাঁড়া দিয়ে উঠেছে সর্বত্র। তাই যুবশক্তিকে জাগ্রত হতে হবে সত্যের উপর দাঁড়িয়ে এবং পুরানো সত্যকেই নূতন রূপ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে বিশ্বের মানব সমাজে। ঈশ্বরের জ্ঞান-বিজ্ঞানের ঘরে বসে পুরানোকে পবিত্র করে নিতে হবে শোধন করে, তাহলেই আবার সত্য, সত্যরূপে প্রকাশিত হবে মানব জাতির কল্যানের জন্যে। মনে রেখো তোমার অন্তর বেদের জ্ঞানই হচ্ছে তোমার ব্রহ্মজ্ঞান, এই জ্ঞান কোনোকিছু দ্বারাই উচ্ছিষ্ট হয় না। হরি ওঁ তৎ সৎ।
শাস্ত্র কোনদিন পুরানো হয় না। তোমরা তোমাদের জীবন শাস্ত্র পড়তে শিখো দেখো কত নূতন যুগের পুরুষ হয়ে সদা চিরনূতন হয়ে ফূটে উঠছো এই পৃথিবীর বুকে। সত্য কোনো দিন পুরানো হয় না। তাই তোমাদের জীবন যখন সত্য তখন তোমরা কখনো পুরানো হতে পারো না ও তোমাদের জীবন বেদও কখনো পুরানো হবে না। অতীত ঘটনা পুরানো হয়ে যায় কিন্তু সত্য নিজের জায়গা ছাড়ে না। তোমরা অতীত ঘটনাকে নিয়ে মাতামাতি যতটা করো—সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ও তাকে রূপ দিয়ে সকলের গ্রহণযোগ্য করে তোলার জন্য চেষ্টা ও সংগ্রাম চালাও না। অতীতকে যেমন কেউ ফিরিয়ে দিতে পারেনা তেমনি সত্যকে কেউ মুছেও দিতে পারেনা। তাই অতীত থেকে সত্যকে সংগ্রহ করে নূতন রূপ দিয়ে মানব সমাজে প্রতিষ্ঠা করলে মানুষ আর অতীতের ভুলগুলি করবে না।আমাদের পূর্বপুরুষগণ যে ভুল করে গেছেন—সেই ভুলের পথে যদি আমরাও চলি তবে মানবজাতির চরিত্র কোনদিন সংশোধন হবেনা ও তাঁরা প্রকৃত সত্য কোনোদিন জানতে পারবেনা। পৃথিবীর বুকে যত বড়ো নবি, অবতার, মহামানব, মহাপুরুষ অবতীর্ণ হয়েছেন—তাঁরা সকলেই মানব কুলে জন্মগ্রহণ করেছেন এবং ভুল করতে করতে সত্যকে জেনেছেন। সত্যকে জানার পর মানুষের মঙ্গলের জন্য তা প্রকাশ করেছেন। তাঁরা প্রত্যেকেই নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তাঁদেরকে অনুসরণ না করে ঈশ্বরকে অনুসরণ করে তাঁর পথে চলতে নির্দেশ দিয়েছেন। মানুষ ভুল করতে পারে, ভুল পথ দেখাতে পারে কিন্তু ঈশ্বর ভুল করতে পারেন না, ভুল পথ দেখাতে পারেন না, তাঁর সৃষ্টিকে। তাঁরা তাই মানুষকে ঈশ্বরের দাসত্ব করা ছাড়া অন্য কারো দাসত্ব করতে নিষেধ করেছেন। এক ঈশ্বরের উপাসনা ছাড়া অন্য কারো উপাসনা করতে নিষেধ করেছেন। কিন্তু মানুষ সেই নবি, অবতার, মহামানবদের সত্য কথায় ভরসা রাখতে না পেরে নিজেদের কামনা-বাসনা পূরণের জন্য ও নাম-যশ-খ্যাতি প্রতিষ্ঠার জন্য নিজ ইচ্ছামতো পথ তৈরি করে নিয়েছেন। ফলস্বরূপ প্রকৃত সত্য ধামা-চাপা পড়ে গেছে ও কৃত্রিম সত্য মাথা চাঁড়া দিয়ে উঠেছে সর্বত্র। তাই যুবশক্তিকে জাগ্রত হতে হবে সত্যের উপর দাঁড়িয়ে এবং পুরানো সত্যকেই নূতন রূপ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে বিশ্বের মানব সমাজে। ঈশ্বরের জ্ঞান-বিজ্ঞানের ঘরে বসে পুরানোকে পবিত্র করে নিতে হবে শোধন করে, তাহলেই আবার সত্য, সত্যরূপে প্রকাশিত হবে মানব জাতির কল্যানের জন্যে। মনে রেখো তোমার অন্তর বেদের জ্ঞানই হচ্ছে তোমার ব্রহ্মজ্ঞান, এই জ্ঞান কোনোকিছু দ্বারাই উচ্ছিষ্ট হয় না। হরি ওঁ তৎ সৎ।
No comments:
Post a Comment