Wednesday, 1 March 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ০১/০৩/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—০১/ ০৩/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত অন্তর্যামী স্বয়ংপ্রকাশ সেই অসঙ্গ ভগবানের শরণাপন্ন হয়ে থাকো, তাঁর আশ্রয়ে   থাকলে জগতের কোন পাপ স্পর্শ করতে পারে না।]
বেদ যজ্ঞ করলেই জ্ঞান- স্বরূপ ভগবান জীবের আপনজন হয়ে যান। জ্ঞান- স্বরূপ ভগবানের সান্নিধ্যে থেকে জীবও তাঁর রূপে রাঙ্গিত হয়ে যায়। যার চেতনার স্পর্শে সমস্ত বিশ্ব চেতনা লাভ করে, তাঁর আশ্রয়ে থাকার সৌভাগ্য মানুষকেই গড়ে তুলতে হয় নিরহংকার হয়ে। তিনি সবার অন্তরে বাস করেন পূর্ণ হয়ে, সেজন্য তিনি কামনার বশীভূত হন না। তিনি অপরের প্রেরণা ব্যতীতই স্বাধীনভাবে কর্ম করেন সর্বভূতে অবস্থান করে। তিনি নিজের প্রবর্তিত নিয়ম অনুযায়ী কর্ম করে লোকশিক্ষা প্রদান করেন। তিনিই সকল ধর্মের প্রবর্তক এবং জীবনদাতা। বেদ যজ্ঞ করে আমরা সেই প্রভুর শরণাপন্ন হয়ে কেবল তাঁরই ধ্যান করি। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment