Monday, 27 March 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ ২৭/ ০৩/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৭/ ০৩/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বসঃয়ঃ—[ বেদ যজ্ঞ করে ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি সহকারে যা নিবেদন করবে তাই তিনি গ্রহণ করবেন।]
ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণকাম ও লক্ষ্মীপতি; তাই তিনি অনন্ত ভোগসামগ্রী- সম্পন্ন। তিনি যাকে আপন মনে করেন, প্রিয় সখা মনে করেন, তাকে উদারচিত্তে দান করে চলেন কিন্তু তিনি প্রচুর দিয়েও মনে করে থাকেন যে তাঁর প্রিয় ভক্ত বা সখাকে অল্পই দিতে পারলেন। আর সখা বা ভক্তের নিকট থেকে যৎসামান্য পেয়েও তিনি মনে করেন ভক্ত বা সখা তাঁকে প্রচুর দিলেন। তাই ভগবানের কাছে ভক্ত বা সখার আর্তি –“ আমি যেন জন্ম- জন্মান্তরেও তাঁর প্রেম, তাঁর সৌহার্দ্য, তাঁর সখ্য ও তাঁর দাস্য লাভে বঞ্চিত না হই। আমি ধনসম্পদের প্রয়াসী আদৌ নই। সমস্ত গুণাধার মহানুভব ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমার অনুরাগ যেন নিত্য বৃদ্ধি পায় আর আমি যেন তাঁর প্রেমী ভক্তের সৎসঙ্গ লাভ থেকে কখনো বঞ্চিত না হই”।  জন্মরহিত ভগবান শ্রীকৃষ্ণ ধনসম্পদের কুফলের কথা ভালোভাবেই জানেন। ধনসম্পত্তিতে মদমত্ত ব্যক্তিদের পতন সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত আছেন। তাই তিনি সদসদ বিচাররহিত ভক্তদের যাচনা করা সত্ত্বেও ধনসম্পদ, রাজ্য ও ঐশ্বর্য দান করা থেকে বিরত থাকেন। ভক্তদের প্রতি এটি তাঁর অনুপম করুণার প্রকাশ। জয় –বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment