Wednesday, 7 November 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৪৫৮ তারিখঃ-- ০৭/ ১১/ ২০১৮

  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪৫৮) তারিখঃ—০৭/ ১১/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বেদযজ্ঞ করে যে সত্যকে জানবে সেই সত্য প্রেমের কাহিনীর মৃত্যু নেই]
   বিশ্বমানব শিক্ষার কর্মী হয়ে বেদযজ্ঞের মাধ্যমে কেবল ঈশ্বরের প্রেমে সদা মশগুল হয়ে থাকো। তাঁকেই কেবল বন্ধু বানিয়ে তাঁর সাথেই প্রেম করো। তিনি তো তোমার অতি নিকটের বন্ধু-তোমার হৃদয় মন্দিরে অবস্থান করছেন। এই সত্য প্রেমের কাহিনির কোকালে মৃত্যু হতে পারে না। সত্যের সাথে যারা প্রেম করে কেবল তারাই অমর হয়ে থাকে তাদের জীবনদর্শন নিয়ে। যেহেতু সত্যের কোনোদিন মৃত্যু হয় না, সেহেতু তোমারও কোনোদিন মৃত্যু হবে না। এই সত্য প্রেমের কাহানি তারাই তৈরি করে যেতে পারে যারা কেবল এক ঈশ্বরের সাথে প্রেম করে ও তাঁর ঘর করে- তাঁর দাসত্ব করে। তাঁর প্রেমের সাগরে যে একবার ডুব দিয়েছে ,সেই সাথে সাথে পবিত্র হয়ে তাঁর রূপে, গুনে মুগ্ধ হয়ে সবকিছু ছেড়ে তাঁকেই নিয়ে পড়ে আছে। শত বাধা-বিঘ্ন সামাজিক ও সাংসারিক ভয়কে উপেক্ষা করে কেবল তাঁর বাঁশির সুর শোনার অপেক্ষা করছে-যখনি তিনি বাঁশীতে ফুঁ দিচ্ছেন সবকিছুকে উপেক্ষা করে সে ছুটে চলেছে তাঁর প্রেমের রাজত্বে। কোথায় তাঁর সংসার কোথায় তার স্বামী-স্ত্রী-পরিবার কোথায় তার সুখ-সম্পদ- ঐশ্বয্য কোনো কিছুতেই তার মন নেই, সদা মন পড়ে আছে সেই প্রেমিকের চোখ দুটির পানে। কে সৃষ্টি করেছে তার চোখ দুটি এত মিষ্টি করে কে দিয়েছে তাঁর কন্ঠে এত সুর- যা বাঁশীতে ফুঁ দেবার সাথে সাথে ডেকে নিয়ে যায় তার ঘরে –না জানি তাঁর কথায় এত প্রেমের যাদু তাঁরে ছেড়ে যাবো কিভাবে অন্য সংসারে? সমাজ-সংসার- ধর্ম কোনো কিছুই মানে না তাঁর প্রেম। যে তাঁর প্রেমে পড়বে তাকে তিনি নাজেহাল করে ছাড়বেন, সমাজ-সংসার ধর্ম কর্ম থেকে তুলে নিয়ে এসে নিজের প্রেমের সাগরে। বাঁশীতে ফুঁ দেওয়ার সাথে সাথে তৈরি হয়ে যায় তাঁর প্রেমের উদ্যান, সেই উদ্যানে ছুটে আসে তাঁর মধুর আহ্বানে প্রেমিক-প্রেমিকার দল তাঁর আনন্দ সাগরে গা ভাসাবার জন্যে। প্রেমের উদ্যানে আনন্দসাগরে ডুব দিতে গিয়ে ভুলে যায় তারা সমাজ সংসার ধর্মকর্ম সুখ সম্পদের কথা। কেবল তারা তাঁর প্রেমে মশগুল হয়ে মাতোয়ারা হয়ে থাকে তাঁকে নিজের দেহ-মন প্রাণ ঢেলে দিয়ে খুশি করার জন্যে। সময় কালের জ্ঞান হারিয়ে তারা চির অমরত্ব লাভ করে তাঁর প্রেমের চিরসাথী হয়ে যায়। এই সত্য প্রেমের কাহিনির কোনোকালে কোনো যুগে মৃত্যু নেই।  জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের মঞ্চে শ্রীশ্রীরাধাকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment