বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪৫৫) তারিখঃ—০৪/ ১১/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞের মাধ্যমে
মূর্তির সাধনা করেই অমূর্তের অমরপীঠে যেতে হয়।]
বেদ যজ্ঞ যত করবে ততই তোমরা সনাতন ধর্মের রহস্য বুঝতে পারবে। সনাতন ধর্মের
মাহাত্ম্য উপলব্ধি করতে পারলেই দেখতে পাবে বিশ্বের বুকে মানুষ যে নানা ধর্ম মতের
সৃষ্টি করেছেন, তা কেবল সনাতন ধর্মের সত্যকে জানার জন্য। সনাতন ধর্মে মানুষ
ঈশ্বরের সমস্ত সৃষ্টির পূজা করে বিভিন্নভাবে স্রষ্টাকে জানার জন্য। মানুষ ছাড়াও
অন্যান্য জীব- জন্তু- গাছ-পালা- জড়বস্তুও সনাতন ধর্মকে মান্য করেই কাজ করে।
মানুষকে ঈশ্বর তাঁদের থেকে উন্নত জীবরূপে সৃষ্টি করেছেন এবং তাদেরকে স্থুল দেহ,
সুক্ষ দেহ ও কারণ দেহের ঊর্ধ্বে উঠে নিজ আত্মাকে দেখার শক্তি দিয়েছেন। তাই সনাতন
ধর্মের মানুষকে দেখা যায় বেদ যজ্ঞ করতে করতে সীমাহীন অমূর্ত জগতে নিত্যস্থির হয়ে
নির্বিকার অমৃতময় হয়ে যেতে। মূর্তির সাধনা করেই অমূর্তের অমরপীঠে যেতে হয়। জয় বেদ
যজ্ঞের জয়।
No comments:
Post a Comment