বেদ যজ্ঞ সম্মেলনঃ—৩০/ ১১/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে বিশ্বপ্রেমি- মানবপ্রেমি- ভারতপ্রেমিদের
সংঘবদ্ধ করো, কারণ তাঁদের অন্তরে ঈশ্বরের প্রতি কোন সন্দেহ নাই।]
বেদ যজ্ঞ করে নিজের দেশের কল্যাণ কামনায়
যারা রত থাকেন তাঁরাই ঈশ্বরের অতি প্রিয় বন্ধু। তাঁরাই বিশ্বপ্রমিক ও মানবপ্রেমিক রূপে পরিচিত। এই চরিত্রের
মানুষ সদায় মানব কল্যাণমুখী হয়ে একে অপরের বন্ধু হয়ে থাকেন এবং মানুষকে সদায়
সৎকার্যের নির্দেশ দেন। কখনো দেশবিরোধী অসৎকার্যের সাথে তাঁরা লিপ্ত হন না। আর
যারা দেশবিরোধী ও অসৎ কার্যে লিপ্ত থাকেন তাঁদের গৃহ, যা
তাঁরা নির্মাণ করেছেন তা ওঁদের কাছেই সন্দেহের কারণ হয়ে থাকে। ওঁদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সদায় ভয় উদিত হয় যে কখন
তাঁদের দেশবিরোধী- সমাজবিরোধী ও মিথ্যার মুখোশ খসে পড়বে এবং
তাঁদেরকে ঘর- বাড়ী ছেড়ে পালাতে হবে। তাই ভারত ভয় পেয়ো না—এঁরা এমন এক সম্প্রদায়
যাঁদের বোধশক্তি নেই। কেউ এগিয়ে না এলে একাই সিংহের ন্যায় ঝাপিয়ে পড়ো দেখবে তাঁরা
কোথায় কে পালাবে আর কাউকে খুঁজে পাবে না। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment