বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৮/ ১১/ ২০১৬ স্থানঃ- ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[
বেদযজ্ঞ করা থেকে বিরত হবে না যতক্ষণ না তোমার অন্তর থেকে অধর্ম দূর হয়।]
বেদযজ্ঞের মাধ্যমে তোমরা নিজের বিরুদ্ধে ধর্মযুদ্ধ চালিয়ে যাবে, যতক্ষণ না
অন্তর থেকে অধর্ম দূর হয়। বেদ ভগবান তোমাদের অন্তরে নিজের ধর্ম রাজত্ব প্রতিষ্ঠা
করার জন্য সদায় তাঁর দিকে আকর্ষণ করে চলেছেন। তোমরা ধর্মযুদ্ধের অভিযান থেকে বিরত
হবে না, তাহলেই তিনি যথাসময়ে হাত ধরে তুলে নিবেন নিজের রাজত্বে। এই ধর্মযুদ্ধ করতে
গিয়ে ষড়যন্ত্র করে কাউকে বন্দী করতে যাবে না তাহলে কিন্তু নিজেই ষড়যন্ত্রের শিকার
হয়ে যাবে। তাঁর কাছে কারো কোন কৌশল খাটে না, তিনিই সব কৌশলীদের
রাজা। ধর্মযুদ্ধ বা বেদযজ্ঞ করতে এসে যারা বেদভগবানের অনুসরণ করতে না বলে,
বেদভগবানের অনুগত হতে না বলে, মানুষকে নিজের নাম- যশ প্রচারের জন্য, নিজেকে
অনুসরণের কথা বলেন ও নিজের আনুগত্য স্বীকারের কথা প্রচার করেন, তাঁরা ষড়যন্ত্রকারী
সম্প্রদায়ের দলভুক্ত হয়ে যান। তোমরা কখনো তাঁদের পথ অনুসরণ ও অনুকরণ করবে না। জয়
বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment