বেদ যজ্ঞ সম্মেলনঃ-২৯/ ১১/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে নিজের অন্তরে যে ব্যাধি
আছে তার প্রতিকার কর, তাহলে অপরের অন্তরের
ব্যাধি সহজেই নির্মূল করতে পারবে।]
বেদ ভগবান বেদ যজ্ঞ
করার জন্যই জীবনদান করে এই জ্ঞানপীঠে মানুষকে নিয়ে আসেন। তিনিই বেঁচে থাকার যাবতীয়
উপকরণ দান করেন এবং বেদ যজ্ঞ করার জন্য সকলকে আহ্বান জানাতে থাকেন। প্রত্যেকের
জন্য, তিনিই একটা সময় ধার্য করে দেন। তারপর দেহের অবসান ঘটিয়ে যথাস্থানে সকলকেই
নিয়ে যাবার ব্যবস্থা করেন। কিন্তু মানুষ এখান থেকে ফিরে যেতে হবে এই সত্যটাকে ভুলে
গিয়ে রোগাক্রান্ত হয়ে পড়েন। এই পৃথিবীটা মানুষের কর্মভূমি। তাই কর্মের অধিকার সবার
আছে। এই পৃথিবীটা মানুষের বেদের পাঠশালা। তাই বেদ বা জ্ঞানচর্চা করার অধিকার সবার
আছে। তাই মানুষকে নিজের অধিকার মতো কর্ম করে যেতে হয় ফলের আশা না করে। ফলের আশা
করে কর্ম করলেই মানুষের অন্তরে বিভিন্ন প্রকার ব্যাধির সৃষ্টি হয়। অন্তরে ব্যাধি
নিয়ে কেউ জ্ঞানচর্চা করতে সক্ষম হয় না। আর জ্ঞানসাগরে ডুব দিয়ে পবিত্র না হতে
পারলে ঈশ্বরের সান্নিধ্যলাভ করে কেউ বেদজ্ঞান লাভ করতে পারেন না। তিনি যাকে
উপযুক্ত মনে করেন তাঁকেই ব্যাধিমুক্ত জীবন দান করে জ্ঞান দান করেন। জয় বেদ ভগবানের
জয়।
No comments:
Post a Comment